যে ১১ রকম বয়ফ্রেন্ড আপনি হরহামেশাই দেখতে পাবেন

২৫৯০ পঠিত ... ১৭:১৯, অক্টোবর ০৩, ২০২০

৩ অক্টোবর জাতীয় বয়ফ্রেন্ড দিবস। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, সদ্য ভূমিষ্ঠ নেওয়া ভবিষ্যৎ বয়ফ্রেন্ড সবাইকে জানাই শুভকামনা। আজকের এই বিশেষ দিন উপলক্ষে eআরকি টিম একদল তরুণীর কাছে প্রশ্ন করেছিলো তাদের বয়ফ্রেন্ড সম্পর্কে। গবেষণালব্ধ ফলাফল নিচে প্রকাশ করা হলো:

 

১# হিংসুক বয়ফ্রেন্ড
শতকরা ৮০ ভাগ তরুণী জানিয়েছে, তাদের বয়ফ্রেন্ডরা মানুষ হিসেবে খুবই হিংসুক প্রকৃতির। এরা ভার্সিটির ব্যাচমেট থেকে শুরু করে ছেলে কাজিন— সবাইকে হিংসা করে। ক্ষেত্রবিশেষে, আদুরে গার্লফ্রেন্ডের ন্যাকা মেয়ে বেস্টফ্রেন্ডকেও এরা সহ্য করতে পারে না।
এছাড়াও, ফেসবুকে এই ক্যাটাগরির প্রেমিকেরা নিজের গার্লফ্রেন্ডের ছবিতে অন্য ছেলের লাভ কিংবা কেয়ার রিয়েক্ট সহ্য করতে পারেন না। ভুলেও যদি কেউ দিয়ে ফেলে এর পরিণতি খুব খারাপ হয়। ব্লক থেকে শুরু করে ওই ছেলের বাড়িতে যেয়ে হাতাহাতি-মারামারির কথাও জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার শম্পা খানম।

২# ঝগড়াটে বয়ফ্রেন্ড
শতকরা ৫০ ভাগ তরুণী জানিয়েছে এদের বয়ফ্রেন্ডের সমস্যা একটাই, কথায় কথায় ঝগড়া করা। এদের ঝগড়া করার বিষয়বস্তুও অদ্ভুত। সাদিয়া নামের তেইশোর্ধ্ব এক তরুণী জানিয়েছেন, গ্রামীণফোন অপারেটর থেকে ঘনঘন কল আসায় তার বয়ফ্রেন্ড ইদানীং উঠতে বসতে ঝগড়া করেন।

৩# রক্ষণশীল বয়ফ্রেন্ড
শতকরা ৫২ ভাগ তরুণী জানিয়েছেন, এদের বয়ফ্রেন্ড একাধারে প্রেমিক, বাবা,মা, বড়ভাই,বড়বোন, শিক্ষক সবার ভূমিকা একসাথে পালন করেন। এদের প্রেমিকাদের জীবনে "সূর্যাস্ত আইন" জারি করা থাকে। সন্ধ্যার পর গায়ে বাতাস লাগানোও নিষেধ। এছাড়াও, বিভিন্ন ক্লাস পার্টি, বার্থডে পার্টি, ছেলেদের সাথে প্রাইভেট পড়া, কিংবা ছেলে টিচারের কাছে পড়াও নিষেধ ।

৪# বকধার্মিক বয়ফ্রেন্ড
শতকরা ৩২ ভাগ তরুণী জানিয়েছেন তারা এই সমস্যার মুখোমুখি হয়েছেন। এদের প্রেমিকেরা মনে করেন, শুধু প্রেমিকের সাথে সবকিছু জায়েজ। এরা সাধারণত প্রেমিকাকে দিনের বেলা 'ওড়না ঠিক করো' বলে গভীর রাতে দুষ্ট ছবি চেয়ে থাকেন।

৫# অধ্যবসায়ী বয়ফ্রেন্ড
'অধ্যবসায়' রচনা পড়ার সময় 'রবার্ট ব্রুস' এর পাশাপাশি এদের উদাহরণও যোগ করা সময়ের দাবি। এই ক্যাটাগরির বয়ফ্রেন্ডরা কোনোকিছুতেই হাল ছাড়ে না। প্রেমিকার রাগ ভাঙানো কিংবা মন জয়ের ক্ষেত্রেও এরা সদা প্রচেষ্ট। এদের মন হালুয়ার মত নরম এবং পানির মত স্বচ্ছ। তবে এই ক্যাটাগরির বয়ফ্রেন্ডরা বর্তমানে প্রায় বিলুপ্তির পথে।
শতকরা ৪ জন তরুণী জানিয়েছেন এরা সেই কিছু ভাগ্যবতীদের কয়েকজন।

৬# ছোঁকছোঁক করা বয়ফ্রেন্ড
শতকরা ৪৭ জন রমনী নিজেদের বয়ফ্রেন্ডদের ব্যাপারে এ অভিযোগ করেছেন।
এরা দেবী দুর্গার মতো দশ হাত দিয়ে দশ জনকে ধরতে চায়। ফেসবুকে বোন পাতানো দিয়ে এদের কর্মকান্ড শুরু হয়ে তা গড়ায় রাত জেগে কথা বলা, বা ডেট করা পর্যন্ত।
সুন্দরী মেয়ে দেখলে এদের কম্পলিমেন্ট দিতে কখনো ভুল হয় না।

৭# চির সিঙ্গেল বয়ফ্রেন্ড
শতকরা ১৭ জন তরুণী অভিযোগ দিয়েছেন তাদের বয়ফ্রেন্ডরা সবসময় অন্যের কাছে নিজেদেরকে সিঙ্গেল দাবি করেন। এদের কমন ডায়লগ, 'দোস্ত মেয়ে খোঁজ।'
এরা কখনোই প্রেমিকার সাথে কোনো ছবি তো দেয়ই না, বরং সিঙ্গেল লাইফ মিমস ও দুঃখের গান শেয়ার করে নিজেকে প্রেমহীন প্রচার করার চেষ্টা করেন। অন্য মেয়েদের কাছে নিজের একাকীত্ব প্রকাশ করে কিছুক্ষণ সঙ্গ পাওয়াই এদের মূল উদ্দেশ্য।
সম্প্রতি গাজীপুরের শাহেদ হোসেন বিবাহের পর বন্ধুকে মেয়ে খুঁজে দিতে বলার জন্য স্ত্রীর নির্যাতনের শিকার হয়েছেন।

৮# অতি যত্নশীল বয়ফ্রেন্ড
শতকরা ১৩ জন রমনী জানিয়েছেন, তাদের বয়ফ্রেন্ডরা মিনিটে দুইবার করে কল দিয়ে বাবু খেয়েছে কিনা খোঁজ নেন। ভিকারুননিসা নূন স্কুলের নুসাইবা (১৬) নামের একজন বলেছেন, 'ওয়াশরুমে যেয়েও শান্তি পাই না। ফোনের পর ফোন দিতেই থাকে!'

৯# উদাস বয়ফ্রেন্ড
শতকরা ৩ জন তরুণী দুঃখ ভারাক্রান্ত মনে জানিয়েছেন তাদের প্রেমিক সংক্রান্ত কষ্টের কথা। এই শ্রেণীর বয়ফ্রেন্ডরা ভুলেই যায় তাদের একজন প্রেমিকা আছে। এদের প্রেমিকার জন্মদিন, প্রেমবার্ষিকী, এমনকি প্রেমিকা মারা গেলে মৃত্যুদিনও ভুলে যায়।

১০# বিয়ে পাগল বয়ফ্রেন্ড
শতকরা ৩৩ জন তরুণী জানিয়েছেন তাদের প্রেমিকরা সকাল সন্ধ্যা বিয়ে করতে চান। রাস্তাঘাটে চলার সময় কোনো কাজী অফিস দেখলে সেখান থেকে তাদেরকে সরানো কঠিন। এদের ইতিমধ্যে আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ে করা শেষ, এখন অপেক্ষায় আছে পারিবারকভাবে শুভ কাজ সম্পন্ন করার।

১১# জাস্ট বয়ফ্রেন্ড
কাশ্মীর যেমন ভারত-পাকিস্তানের মাঝামাঝিতে পড়ে ভীষণ সমস্যায় আছে, সেরকমই গভীর সমস্যায় আছে এই ক্যাটাগরিতে স্থানপ্রাপ্ত ছেলেরাও।
এরা না পুরোপুরি প্রেমিক, না পুরোপুরি বন্ধু। একে অদ্ভুত ধরনের আইডেন্টিটি ক্রাইসিস বলা চলে।
এ ব্যাপারে কিছু তরুণীকে প্রশ্ন করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

২৫৯০ পঠিত ... ১৭:১৯, অক্টোবর ০৩, ২০২০

Top