উই গ্রুপে আরও যে ৫টি উদ্যোক্তা পোস্ট আপনি কখনোই দেখবেন না

২১৫৫ পঠিত ... ২১:০১, সেপ্টেম্বর ০৭, ২০২০

ফেসবুকে নারী উদ্যোক্তাদের গ্রুপ women and e-commerce forum (we)। এই গ্রুপে যেসব পোস্ট আপনি দেখবেন, সেগুলো তো দেখবেনই! কিন্তু যেসব পোস্ট দেখবেন না, তার এক দফা নমুনা আমরা দিয়েছি। অতঃপর eআরকি করি গ্রুপে সাকিব ইমতিয়াজ আমাদের জানান এমন আরও কিছু 'উই গ্রুপে কখনোই দেখবেন না' টাইপ পোস্টের কথা। চলুন চোখ বুলিয়ে নেয়া যাক...

 

১# আমি ওবায়দুল কাদের, কাজ করছি চ্যালেঞ্জিং টাইমস ফটোগ্রাফি নিয়ে।
রাজিব স্যারের দোয়ায় খুব অল্প দিনেই আমি দেশের স্টাইল আইকনে পরিণত হয়েছি। আমার প্রতিটি চ্যালেঞ্জিং টাইম পোজের ছবি এখন কয়েক হাজার শেয়ার হয়। তরুণেরা আমার স্টাইল ফলো করে, আর তরুণীরা আমাকে। ধন্যবাদ রাজিব স্যার'

২# আমি মির্জা ফখরুল, কাজ করছি ঈদের পর আন্দোলন নিয়ে।
দীর্ঘ দশ বছর আমি এই ব্যবসার সাথে জড়িত। প্রতি বছর অন্তত দুটো করে সফল ঈদের পর আন্দোলন সেল করি আমি। সেল বাড়াতে রাজিব স্যারের পরামর্শ ও দিক-নির্দেশনা নিচ্ছি। ইনশাল্লাহ, এবার বড়দিনের আর পূজার পর মিলিয়ে বছরে চারটা করে আন্দোলন নামিয়ে ব্যবসাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবো।

৩# আমি কাজী সালাউদ্দিন, কাজ করছি ২০২২ ফুটবল বিশ্বকাপে খেলা নিয়ে।
স্বপ্নটা বড়। তাতে কী, রাজিব স্যার আছেন না! স্যার থাকলে সব সম্ভব। স্যার আর গ্রুপের উইপোকারা আছে বলেই তো সাহস পাই। আগামী বছরের মধ্যে দেশের সবগুলো ফুটবল ক্লাবে যদি ক্যাসিনো গড়ে তুলতে পারি, বিশ্বকাপ খেলার স্বপ্ন চলে আসবে হাতের নাগালেই। সবাই দোয়া করবেন।

৪# আমি বিটিভি মহাপরিচালক, কাজ করছি বাতাবিলেবু লেবু নিয়ে।
প্রতি বছরই বাতাবি লেবুর বাম্পার ফলন হচ্ছে। কিন্তু ভালো দাম ও সঠিক কাস্টমার গ্রুপ পাচ্ছিলাম না। রাজিব স্যারের পরামর্শে বিটিভির নিয়মিত খবরের পাশাপাশি বিভিন্ন ওয়েবিনার মিটিংয়েও বাতাবি লেবুর বাম্পার ফলনের প্রতিবেদন দেখাচ্ছি, ফলও পাচ্ছি। আমার ও রাজিব স্যারের জন্য সবাই দোয়া করবেন।

৫# আমি ঢাবি ভিসি, কাজ করছি দশ টাকার সিঙারা, ছমুছা, ছপ নিয়ে।
বিশ্ব ঐতিহ্যের এমন অপূর্ব নিদর্শনের মর্ম বাংলাদেশের মানুষ বুঝবে কিনা, তা নিয়ে চিন্তা ছিলো। বাট উই গ্রুপের মাধ্যমে বাংলাদেশের মানুষকে এত কম দামে ভালো জিনিস দিতে পারছি। উই গ্রুপের জন্য ভালোবাসা ও শুভকামনা। অতি দ্রুত উই গ্রুপকেও আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনার চেষ্টা করছি।

২১৫৫ পঠিত ... ২১:০১, সেপ্টেম্বর ০৭, ২০২০

Top