লেখালেখি বিষয়ক যে ১০টি মহান উপদেশ লেখকদের শুনতেই হয়

১০১৩ পঠিত ... ১৬:২০, জুলাই ২২, ২০২০

মনে করুন, আপনি একজন নতুন বা তরুণ লেখক। অনলাইনে বা ব্লগে টুকটাক লেখালেখি করেন। দুয়েকটা বইও বের হয়েছে কিংবা হবে হবে ভাব। এই পর্যায়ে থাকলে আশেপাশের 'এক্সপার্ট'দের কাছ থেকে কিছু উপদেশ আপনার শোনাই লাগবে। নিচে এমনই কিছু উপদেশ একেবারে মাগনা দেয়া হলো-

 

১. লেখা কমায়া দাও। খালি ভালো কিছু লেখো।

২. লিখতেছ না যে আর? ব্লক নাকি? ঘুরে আসো কোথাও থেকে। না বেড়ালে লেখা যায় না।

৩. উপন্যাস লেখো। এ দেশে উপন্যাস ছাড়া খাওয়া নাই। পাবলিক গল্প পড়ে না।

৪. পাবলিকের কথা ভেবে লিখছ নাকি? শেষ হয়ে যাবা। ফিনিশ। বাজারি কিছু লিখবা না, খবরদার!

৫. তোমার হইতে পারত! আজেবাজে লিখে শেষ করে ফেললা নিজেকে!

৬. লেখো না যে দেখি? কী মনে করছ একটা লিখবা একটাই মাস্টারপিস? তুমি তো দেখি বোকার স্বর্গে বাস করতেছ!

৭. ছোট ছোট বাক্যে লিখবা। বাংলা বড় বাক্য নিতে পারে না। সহজ করে লিখবা, যেন মানুষ বুঝতে পারে!

৮. মানুষ যদি পয়লাতেই সব বুইঝা নেয় তাইলে তোমার লিইখ্যা কী লাভ? বুঝার লেখকের অভাব নাকি বাজারে?

৯. হুমায়ূনের মতো লিখতেছ নাকি তুমি? ওই বস্তাপচার দেখানো পথে হাঁটবা না খবরদার! ওইটা পথ না, মরিচিকা।

১০. হুমায়ূন নাই, এখনই তো সুযোগ। বাজার দখল করে নাও!


শেষ কথা: আপনি যদি লেখক হয়েই থাকতে চান তাহলে এই কথাগুলো এড়িয়ে চলুন। আর যদি ভালো থাকতে চান তাহলে যারা এ ধরনের কথা বলে, তাদেরকেও এড়িয়ে চলুন।

১০১৩ পঠিত ... ১৬:২০, জুলাই ২২, ২০২০

Top