গত ৯ ডিসেম্বর হয়ে গেলো ঢাবির ৫২তম সমাবর্তন। সমাবর্তনের আগে পুরো সপ্তাহ জুড়েই ঢাবি ক্যাম্পাসে ছিল 'সমাবর্তন ভাইবস'! কনভোকেশনের গাউন পাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় গ্র্যাজুয়েটদের নানান রকম ফটোসেশন। বন্ধু ও পরিবারের সঙ্গে ছবি তোলার পাশাপাশি গ্র্যাজুয়েটরা প্রতিবারের মতোই তুলেছেন মজার সব ছবি! অনেকে আবার নিজেদের ছবি নিয়ে মিমও বানিয়েছেন! চলুন, দেখে নেয়া যাক এই সমাবর্তনে কী কী মজার ছবি তুললেন গর্বিত গ্র্যাজুয়েটরা...
১# পাখি ভাই, কই আপনি?

২# ওস্তাদ, বায়ে প্লেয়াস্টিক, ডাইনে গ্র্যাজুয়েট...

৩# যদি গ্র্যাজুয়েট হও, হাতটা বাড়াও!

৪# মামা, ক্যাম্পাস ছাইড়া যাইতেছি, দোয়া রাইখেন!

৫# জাতীয় সমস্যা?

৬# যেভাবে গ্র্যাজুয়েশনের পুরো সময়টা পার করলাম!

৭# এই সাফল্য শুধু তোমার আমার...

৮# গ্র্যাজুয়েশন পরবর্তী প্রস্তুতি?

৯# কোনদিকে যাবেন এই গ্র্যাজুয়েট?

১০# সংসারের বোঝা মাথায় চাপলো বুঝি!

১১# গ্র্যাজুয়েশনের পরেও ক্যাম্পাসেই থেকে যেতে চাইলে...

১২# গ্র্যাজুয়েশন শেষ, বড় হইছি না?

১৩# হবে কি?

১৪# কনভোকেশন তো দিলেন, এবার...

১৫# জ্বিন, পরী আর গ্র্যাজুয়েট!

১৬# 'উচ্চ'শিক্ষার জন্য সাধনা তো করতেই হয়...

১৭# এ জগতে বেকার কেহ নাহি হতে চায়, তবু বেকার হতে হয়!

১৮# গ্র্যাজুয়েটদের সাফল্যের মূল রহস্য!

১৯# গ্র্যাজুয়েশন শেষ, এবার ল যাইগা...

২০# 'এখানে হচ্চেটা কী?'

২১# আছে কোনো হৈচৈ?

২২# এবার শুরু আসল পড়ালেখা!

২৩# অনলি বিজনেস স্টুডেন্টস ক্যান রিলেট!

২৪# বন্ধুত্বের ভার বইছেন?

২৫# আছেন কোনো পেঁয়াজ ব্যবসায়ী?

২৬# গ্র্যাজুয়েট হয়ে কি তবে ভুল পথে এগোলাম?



