মার্টিন স্করসিস যদি তার এই ১২টি জনপ্রিয় সিনেমা বাংলায় বানাতেন

১০৪৭ পঠিত ... ০৪:৩৩, নভেম্বর ১৮, ২০১৯

মার্টিন স্করসিসকে আপনি যদি নাও চেনেন, 'ওই যে ডিক্যাপ্রিও বারবার যেই লোকের সিনেমায় অভিনয় করে', এমন ধরনের পরিচিতি শুনেও থাকতে পারেন। শুনলে ভুলও শোনেননি, লিওনার্দো ডিক্যাপ্রিয়ো-মার্টিন স্করসিস একসঙ্গে উপহার দিয়েছেন জনপ্রিয় সব সিনেমা! তবে ডিক্যাপ্রিয়ো অভিনয়ে আসার আগে ও পরে মিলিয়ে প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে মুভি ইন্ড্রাস্টিতে পদচারণা করছেন হলিউডের সেরা নির্মাতাদের একজন স্করসিসি, সিনেমা বানিয়েছেনও ৬০টির বেশি। অতি সম্প্রতি স্ট্রিমিং সাইট ‘নেটফ্লিক্সে’ তার পরিচালিত ‘দ্য আইরিশম্যান’ মুভিটি মুক্তি পেয়েছে।

ডিক্যাপ্রিয়োর মুভিসূত্রে হোক, কিংবা যে কারণেই হোক আমেরিকান-ইতালিয়ান এই পরিচালকের বাংলাদেশেও ভক্তের সংখ্যা কম নয়। আচ্ছা ভাবুন তো, কেমন হতো যদি তিনি তার বিখ্যাত সিনেমাগুলো বাংলা ভাষায় বানাতেন? কী নাম দিতেন তিনি তার মুভিগুলোর? চলুন সম্ভাব্য নামগুলো দেখে নেয়া যাক।

 

১#

 

২#

 

৩#

 

৪#

 

৫#

 

৬#

 

৭#

 

৮#

 

৯#

 

১০#

 

১১#

 

১২#

১০৪৭ পঠিত ... ০৪:৩৩, নভেম্বর ১৮, ২০১৯

Top