শাহনামা : এক তরুণ ও বাচাল এক সিঙাড়ার আজগুবি আলাপ নিয়ে বাংলাদেশি কমিক স্ট্রিপ

১১০৬ পঠিত ... ২০:০৯, আগস্ট ২৯, ২০১৯

পৃথিবীর জন্মলগ্ন থেকে মানব সভ্যতার অভ্যুদয় কিংবা বিভিন্ন রাজা-বাদশাহর বীরত্বগাঁথা থেকে পৌরাণিক কল্পকাহিনী ও পারস্যের সংস্কৃতি নিয়ে রচিত  বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ ‘শাহনামা’। কিন্তু কেমন হতো যদি আপনাকে কেউ বলে দেয়, শাহনামা'য় বর্ণিত রাজা-বাদশাহদের পছন্দের খাবার ছিল সিঙাড়া! কিংবা রাজবৈঠকে তারা ভোজন শেষে পানের আসর না জমিয়ে Pun-এর আসর জমাতেন!

না না, ঘাবড়ানোর কিছু নেই। এই শাহনামা সেই শাহনামা নয়। এটি হচ্ছে ঢাকা শহরের ঘটে যাওয়া দৈনন্দিন জীবনের মজার এবং স্টেরিওটিপিক্যাল সব ঘটনাকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা থেকে শুরু করা কমিক সিরিজ 'শাহনামা'। কার্টুনিস্ট সালমান সাকিব শাহরিয়ারের এই সাপ্তাহিক কমিক সিরিজটির মূল চরিত্র শাহরিয়ার নামের সদ্য কলেজ পাশ করা এক তরুণ এবং তার সঙ্গী এক কথা বলতে পারা সিঙাড়া।

এই সিরিজটি নিয়ে সালমান বলেন, ‘বন্ধুমহলের আড্ডার মাঝে বরাবরই অপ্রাসঙ্গিক রসিকতা করায় আমার দুর্নাম রয়েছে। শাহনামা মূলত সেই গুণ বা দোষেরই বাই প্রোডাক্ট। নিজের একটা কমিক সিরিজ করার ইচ্ছে ছিলো বেশ আগে থেকেই। ভাবলাম আর আলসেমি করা ঠিক হচ্ছে না। তাই কোমরে তরবারি আর মাথায় পাগড়ি ঝুলিয়ে কাজে নেমে পড়া আর কি।’

শাহনামা মূলত 'স্লাইস অফ লাইফ' বা 'গ্যাগ অ্যা ডে' ঘরানার কমিক সিরিজ। নিজস্ব ফেসবুক পেইজ Shahnama-র পাশাপাশি জাতীয় দৈনিক পত্রিকা 'The Daily Star' এর সাপ্তাহিক ইউথ সাপ্লিমেন্ট 'SHOUT' এও প্রকাশিত হয়ে থাকে শাহনামা। যেকোনো সাধারণ মানুষের দেখা কোনো ঘটনাকে কিছুটা ভিন্ন অথবা অপ্রত্যাশিত দৃষ্টিতে দেখানোতেই শাহনামার মূল আকর্ষণ। গল্পের মূল দুই চরিত্র শাহরিয়ার এবং সিঙাড়ার ভয়াবহ রকমের ‘অ্যাবসার্ড’ কথোপকথনের মধ্য দিয়েই তৈরি করা হয় সিরিজটির বেশিরভাগ কমিকস।

‘Puns নিয়ে কমিক সিরিজ আমাদের দেশে তেমন ভাবে কেউ করেনি এখনও। বর্তমানে জনপ্রিয় মিম কালচারেই সেটা সীমাবদ্ধ হয়ে আছে অনেকটা। যেহেতু আমি পার্সোনালি পান বানাতে (pun intented, হাহা!) পছন্দ করি, তাই ভাবলাম কমিকেও যদি ব্যাপারটা কোনোভাবে ভিজুয়ালাইজ করা যায় তাহলে কেমন হয়? আর সেই থেকেই সিঙাড়া চরিত্রটির জন্ম। এছাড়াও লাবু মামা, পাশের বাসার গোলাপি জামা পড়া আঙ্কেল, মান্নান সাহেব  এরকম আরো কিছু চরিত্রের দেখা পাওয়া যাবে শাহনামায়।’

শাহনামা সিরিজটি গত বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হলেও কার্টুনিস্টের সময়ের অভাবে (কার্টুনিস্টের নিজস্ব ভাষায় আলসেমি কিংবা Pun'ctuality'র অভাবে) ফেসবুকে শাহনামা পেজের যাত্রা শুরু হয় এ বছরের আগস্ট মাসে। মাস না ঘুরতেই পেইজের ফলোয়ার সংখ্যা প্রায় দেড় হাজার হতে চলেছে। eআরকির পাঠকরাও পরিচিত হয়ে নিন এই আজগুবি তরুণ ও সিঙাড়া জুটির সাথে। 

 

#১


#২


#৩


#৪


#৫


#৬


#৭


#৮


#৯


#১০

১১০৬ পঠিত ... ২০:০৯, আগস্ট ২৯, ২০১৯

Top