কথার বিবর্তনের সূত্র অনুযায়ী, রিমি যেভাবে গরু চোরের সঙ্গে পালাল

৮৮০ পঠিত ... ১৭:৫৯, আগস্ট ১০, ২০১৯

ধরুন, দশজন মানুষ গোল হয়ে বসে আছেন। তাদের একজন একটি কথা পাশের জনকে কানে কানে বলে দিলেন, সে পাশের জনকে। এমন করে খানিক বাদে যখন প্রথম ব্যক্তি সেই কথাটি শুনবেন, তিনি সম্ভবত বুঝতে পারবেন না তার কথাটিই ঘুরে আবার নিজের কাছে এসেছে।  

তাই, কথায় যেমন কথা বাড়ে আবার কথা এক কান থেকে অন্য কান হলে ডারউইনের সূত্র মোতাবেক বিবর্তিতও হতে থাকে। আমাদের দেশে একটা ছোট্ট কথা বিবর্তিত হয়ে কোথায় গিয়ে যে ঠেকতে পারে, তার একটি নমুনা দেখুন। কার্টুন এঁকেছেন জুনায়েদ। 

#১

 

 

#২

 

 

#৩

 

 

#৪

 

 

৮৮০ পঠিত ... ১৭:৫৯, আগস্ট ১০, ২০১৯

Top