স্ট্যান লি'র মৃত্যুতে কার্টুন, ইলাস্ট্রেশনে ভক্তদের শোক প্রকাশ

৮৮৪ পঠিত ... ২০:১৪, নভেম্বর ১৩, ২০১৮

আয়রন ম্যান, স্পাইডারম্যান, ডক্টর স্ট্রেঞ্জ, প্রফেসর এক্স, ফ্যান্টাস্টিক ফোর... নাম বলতে থাকলে শেষ হবে না। এমন অসংখ্য জনপ্রিয় কমিক চরিত্রের স্রষ্টা স্ট্যান লি। জন্মেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের পরপর ১৯২২ সালের ২৮ ডিসেম্বর। গ্রেট ডিপ্রেশনের অসহনীয় সময়ে কাটিয়েছেন শৈশব, কৈশোর। নানা চরাই উৎরাই পেরিয়ে একটা সময় আঁকাআঁকি বেছে নিলেন পেশা হিসেবে। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক অসাধারণ সব সুপারহিরো চরিত্রের সৃষ্টি করে একটা দুনিয়াই বানিয়ে ফেললেন। নাম হয়ে গেল 'মারভেল ইউনিভার্স'! ব্যক্তি জীবনে অসাধারণ এই মানুষটির নিজের সুপার পাওয়ার ছিল 'ভালোবাসা'। 

এই অসাধারণ স্রষ্টা পৃথিবীকে বিদায় জানালেন ২০১৮ সালের ১২ নভেম্বর। বেঁচেছিলেন রীতিমত ৯৫ বছর। জীবনকে উপভোগ করেছেন, রাঙিয়েছেন একের পর এক প্রজন্মের শৈশব, কৈশোর, তারুণ্য। ভালোবাসায় সিক্ত হয়েছেন জীবনভর। ভক্তদের কাছে তিনি যেন ছিলেন এক ইশ্বর। তাই চলে যাওয়াটা যে বয়সেই হোক, নাড়িয়ে দিয়েছে সবাইকেই। ইন্টারনেটজুড়ে ভক্তরা স্ট্যান লি এবং তার সৃষ্টিগুলোকে নিয়ে এঁকেছেন কার্টুন, করেছেন ইলাস্ট্রেশন। ইন্টারনেট ঘুরে পাওয়া সে সব কার্টুন আর ইলাস্ট্রেশনের কিছু আজ থাকছে eআরকির পাঠকদের জন্য।  

#১


#২


#৩


#৪


#৫


#৬


#৭


#৮


#৯


#১০


#১১


#১২


#১৩

#১৪

#১৫

#১৬

#১৭

#১৮

#১৯

#২০

#২১

#২২

#২৩

#২৪

#২৫

#২৬


#২৭

৮৮৪ পঠিত ... ২০:১৪, নভেম্বর ১৩, ২০১৮

Top