বাংলার ফেসবুকারদের খুশি করতে ফ্রান্সকে আরও যা করতে হবে

৯২৯ পঠিত ... ২১:৩৮, জুলাই ১৬, ২০১৮

নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৩২ দলের মধ্যে বিশ্বকাপ জিতেছে ফ্রান্স! ফরাসি সৌরভে ভরে গেছে রাশিয়ার পথ-প্রান্তর। তবে বাংলাদেশি ফেসবুকার এবং অনলাইন ফুটবলবোদ্ধারা হয়তো তবু খুশি হতে পারেননি। আরও কী কী করতে হবে তার একটা লিস্ট দেন, এমন কথা ফ্রান্স দল বলতেই পারে। সেই লিস্টটি বাংলার ফুটবল গবেষকদের পক্ষ থেকে তৈরি করেছে eআরকির ফুটবল গবেষকরাই!

 

১#
আগামীবার গ্রুপ পর্ব পার করতে হবে 

 

২#
পরেরবার ইউরো জিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে যোগ্যতা প্রমাণ করতে হবে।

 

৩#
এমবাপ্পেকে রিয়ালে আর গ্রিজম্যানকে বার্সেলোনায় যেতে হবে।

 

৪#
নিজেদের দেশি প্লেয়ারদের নিয়ে খেলতে হবে...

 

৫#
আর্জেন্টিনা সাপোর্টারদের সাথে টু স্টারের ভাব দেখাতে হবে!

 

৬#
সুন্দরী প্রেসিডেন্ট নিয়োগ দিতে হবে, যিনি গ্যালারিতে এসে দলকে সমর্থন জানাবেন!

 

৭#
কোচ হিসেবে যেই থাকুক, বাংলাদেশি ফুটবল বোদ্ধাদের দেওয়া ট্যাকটিক্সে ম্যাচ খেলতে হবে। 

 

৮#
ম্যাচ জয়ের চেয়ে সমর্থকদের হৃদয় জয় করাকে গুরুত্ব দিতে হবে।

৯২৯ পঠিত ... ২১:৩৮, জুলাই ১৬, ২০১৮

Top