সিঙ্গেলরা যেভাবে ভ্যালেন্টাইন সপ্তাহ কাটাবেন : একটি eআরকি ভ্যালেন্টাইন গাইড

৩১২৯ পঠিত ... ২১:৩২, ফেব্রুয়ারি ১২, ২০১৮

ফেব্রুয়ারি মাসের অর্ধেকটা জুড়েই দিবসের ছড়াছড়ি। তার মধ্যে বেশির ভাগই আবার প্রেম-ভালোবাসা সংক্রান্ত। ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে শুরু হয়ে যায় সাত দিনব্যাপী ‘ভ্যালেন্টাইন সপ্তাহ’। রোজ ডে, হাগ ডে, কিস ডে কতরকম দিবস সপ্তাহজুড়ে! এসব দিবসে কাপলরা নাহয় হাগ কিস ইয়ে, যাই হোক, নানান কিছু করার সুযোগ রয়েছে। কিন্তু ব্যাচেলর কিংবা সিঙ্গেলরা? কীভাবে কাটাবেন এই গোটা সপ্তাহ, একেকটি দিবস? তবে কি ফেসবুক ডিএক্টিভেট করে ঘরের কোনে হতাশ হয়ে বসে থাকবেন তারা?

 

মনে রাখবেন, সিঙ্গেল হওয়া কোনো পাপ নয়, কোনো অন্যায় নয়। একজন মানুষ সিঙ্গেল হতেই পারে। এজন্য কি থেমে থাকবে তার ভ্যালেন্টাইন? তার কি সাধ নেই, আহ্লাদ নেই? কাপলদের ভীড়ে পুরো সপ্তাহ কি সে ঘুরবে মুখ লুকিয়ে, বুকে দীর্ঘশ্বাস চেপে? না, সিঙ্গেলদেরও আছে ভ্যালেন্টাইন্স পালনের অধিকার। eআরকির চিরসিঙ্গেল আইডিয়াবাজদের দল তাই ভেবে বের করেছে, সিঙ্গেলদের ভ্যালেন্টাইন সপ্তাহ উদযাপনের দুর্দান্ত কিছু পদ্ধতি!

 

১# ফেব্রুয়ারি ৭ : রোজ ডে

এই দিনে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে গোলাপ ফুল আদানপ্রদানের ধুম পড়ে। এক্ষেত্রে আপনারা গোলাপের দাম বাড়ার আগেই শত শত গোলাপ ফুল গাছ কিনে রাখতে পারেন। ফেব্রুয়ারির ৭ তারিখ সারাদিন কাপলদের কাছে বিক্রি করুন গোলাপ ফুল। এতে করে যেমন আপনার পকেটও ফুলে ফেঁপে উঠবে, তেমনি দিনভর আপনি নানান মানুষকে গোলাপ দিয়ে পালন করতে পারবেন একান্ত নিজস্ব রোজ ডে!

 

২# ফেব্রুয়ারি ৮ : প্রপোজ ডে

এই দিনে হুট করে কোনো মেয়েকে প্রপোজ করলে চড় খাবার সমুদয় সম্ভাবনা থাকতে পারে। মেয়েরা যদি চড় নাও খান, চরম প্রত্যাখানের রিস্ক তো আছেই! তাই আপনার আশেপাশে যা কিছু আছে, সবকিছুকে প্রোপোজ করুন। সকালে ব্রাশ করার আগে ব্রাশকে প্রোপোজ করুন, ‘তুমি কি আমার দাঁতের খুব কাছে আসতে চাও?’ চায়ের কাপকে প্রোপোজ করুন, ‘তুমি কি আমার ঠোঁটের স্পর্শে সিক্ত হতে চাও?’ আর রাতের বেলা বিছানা এবং বালিশকে তো প্রপোজ করতেই পারেন, যেন সেগুলা আজীবন আপনার ঘুমের সাথী হয়ে থাকতে পারে।

 

৩# ফেব্রুয়ারি ৯ : চকলেট ডে

প্রথমে দোকানে যান। এক টাকা দিয়ে একটা প্রাণ মিস্টার ম্যাংগো ক্যান্ডি কিনুন এবং সেটা গলধঃকরণ করুন। ব্যাস! পালন করা হয়ে গেলো চকলেট ডে। তবে বিজোড় সংখ্যক টাকা দিয়ে যেকোনো কিছু কিনলেই আপনি চকলেট ডে পালন করে ফেলতে পারেন। দোকানদার এক টাকার বদলে মিস্টার ম্যাংগো তো দেবেই...

 

৪# ফেব্রুয়ারি ১০ : টেডি ডে

টেডি ডে বলেই যে পুতুল ভাল্লুক কিনে সেটা স্পেশাল কাউকে দিতে হবে, এমন তো কোনো কথা নেই! বাজেট যদি একটু বেশি হয়, তাহলে প্লেনের টিকেট কিনে উত্তর মেরুতে চলে যান, তারপর মনের সুখে শ্বেতভাল্লুকের সাথে কুতকুত খেলুন। প্লেনের টিকেটের টাকা না থাকলে ঘরে বসে 'উইনি দ্যা পুহ' দেখুন। গুগলে ভাল্লুক নিয়ে গবেষণা করুন।

 

৫# ফেব্রুয়ারি ১১ : প্রমিস ডে

এই দিনে আপনার উচিত আপনার আশেপাশে যতকিছু আছে সবকিছুকে প্রমিস করা। এই যেমন, আপনার মোবাইল ফোন কে প্রমিস করুন যে রেগে গেলে আপনি তাকে আর মাটিতে আছাড় মারবেন না। কিবোর্ডের এন্টার বাটন কে প্রমিস করুন যে এরপর থেকে আপনি এটিকে আর ধুম করে প্রেস করবেন না (আমারো একটা প্রমিস করা দরকার। আমি প্রমিস করছি, এরকম বাজে লেখা আর লিখব না)।

 

৬# ফেব্রুয়ারি ১২ : হাগ ডে

গরীবের হাগ ডে একটাই, তা হলো ইদের দিন। ধরে নিন, আজকেই ইদ। অথবা আগামী ইদের কোলাকুলিটা সবার সঙ্গে এদিনই করে ফেলুন। তবে কেউ যদি রাজি না হয়, বাসার কোলবালিশের সাথে কোলাকুলি করে ফেলুন।

 

৭# ফেব্রুয়ারি ১৩ : কিস ডে

ইয়ে... থাক। এই দিনটা যেমনে তেমনে কোনো একভাবে কাটিয়ে ফেলুন। পারলে ‘বিদায় পিতিবি’ বলে কোনো এক দুর্গম গর্তে ঢুকে পড়ুন। তবে যদি পালন করতেই চান, মাহমুদ্দুল্লাহ রিয়াদ স্টাইলে আকাশ বাতাস ফুল ফল গাছপালা (এবং ক্রাশ!) সবকিছুর উদ্দেশে হাওয়ায় ফ্লাইং কিস ছড়িয়ে দিতে পারেন!

 

৮# ফেব্রুয়ারি ১৪ : ভ্যালেন্টাইনস ডে

শোনেন, আপনার প্রেমিক বা প্রেমিকা নাই। আপনি সিঙ্গেল। আপনাকে টাইমলি ডেটিং এ যেতে হবে না, রেস্টুরেন্টে খেতে হবে না, কোনোকিছুর প্রেশার নেই! চাইলে আজকে আপনি নাকে তেল দিয়ে (বা না দিয়ে, অথবা যেকোনো কিছু দিয়ে) ঘুমাতে পারেন। এই পরম স্বাধীনতাটা এঞ্জয় করুন! মনে মনে বিড়বিড় করে ‘প্রাউড টু বি সিঙ্গেল’, ‘সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ’ এসব বারবার বলুন, হয়তো একটু ভালো লাগবে। তবে আপনি যদি ভূতের কিলের ঠেলায় (অথবা খুশিতে অথবা ঘোরতে) সবাইকে দেখাতে চান যে আপনিও প্রেম করতে পারেন, তাহলে ফেসবুকে বিপরীত লিঙ্গের নাম ও ছবি দিয়ে একটা ফেক আইডি খুলুন। তারপর আপনার আসল আইডির সঙ্গে এই আইডির রিলেশনশিপ স্ট্যাটাস দিন। ভ্যালেন্টাইনস ডে তে ইন আ রিলেশনশিপ স্ট্যাটাস। আহা! এবার অভিনন্দন কমেন্টের সাগরে ভাসুন।

 

অলংকরণ: মারজুক রিফাত

ব্যস, দেখুন, কী সুন্দর কাটিয়ে দিলেন একটা গোটা ভ্যালেন্টাইন সিজন? ভালো লাগছে না? সিঙ্গেলদের ভ্যালেন্টাইন এমনে মনে মনেই কাটানো লাগে!

সতর্কতা: ১৪ ফেব্রুয়ারি রাতে ফেসবুকে হোমপেজে যাবেন না। কাপলদের ছবি দেখতে দেখতে পুরো সপ্তাহজুড়ে চালানো এই পুরো সাধনা চুরমার হয়ে যাবে। বুকে উপচে আসবে কান্নার স্রোত, নিজের অজান্তেই বিড়বিড় করে গেয়ে উঠবেন, 'প্রেমের সমাধি ভেঙে...'

৩১২৯ পঠিত ... ২১:৩২, ফেব্রুয়ারি ১২, ২০১৮

Top