সিএনজি অটোরিকশা অ্যাপনির্ভর সার্ভিসের জন্য কয়েকটি নাম প্রস্তাবনা

২০২৭ পঠিত ... ১৬:৪৯, নভেম্বর ২৬, ২০১৭

পাঠাও-উবারের বিরুদ্ধে আন্দোলনে নামার পাশাপাশি সিএনজি অটোরিকশা তাদের নিজস্ব অ্যাপও বাজারে আনবে বলে জানা গেছে। যদি সিএনজি অটোরিকশা অ্যাপনির্ভর সার্ভিস নিয়েই আসে, কী হতে সেই অ্যাপের নাম? কেমন হবে তাদের লোগো, বিজ্ঞাপন? এই গবেষণায় মুবতাসীম আলভীকে ডিজাইনের কাজে আইডিয়া দিয়ে সহযোগিতা করেছে হুসাম আল বিল্লাহ।

২০২৭ পঠিত ... ১৬:৪৯, নভেম্বর ২৬, ২০১৭

Top