কিস্তিতে ডিম কেনার জন্য বাজারে আসলো এগ লোন

১১৩ পঠিত ... ১৬:৫৭, মার্চ ০৬, ২০২৩

কিস্তিতে-ডিম-কেনার-জন্য-বাজারে-আসলো-এগ-লোন

কিস্তিতে ডিম কেনার জন্য বাজারে এগ লোন নামক নতুন এক ধরনের লোন নিয়ে এসেছে ব্যাংকগুলো। জানা যায়, ডিমের দাম নাগালের বাইরে চলে যাওয়াতে মানবিক এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ব্যাংকগুলো। স্বল্প সুদের এই লোন চাইলে যে কেউই নিতে পারবে, তবে ব্যাচেলরদের জন্য থাকবে কিছু আলাদা সুবিধা।

লোনের বিস্তারিত জানার জন্য ব্যাংক আফ্রিকা ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি বলেন, ‘টাকার অভাবে মানুষ ডিম খেতে পারবে না, ব্যাপারটা মানা যায় না। আমরা এখন সিঙ্গাপুর কিংবা ইউরোপের লেভেলে আছি, এই অবস্থায় নিয়মিত ডিম খেতে না পারাটা লজ্জাজনক। ডিম কেনার জন্য আমাদের বেশকিছু স্কিম রয়েছে। যে যার নিজের পছন্দমতো স্কিমগুলো বেছে লোন নিতে পারবে। তবে লোন দেওয়ার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে, লোন নিয়ে কমদামে থানার পাশের দোকান থেকে ডিম কেনা যাবে না।’

তবে ডিমের জন্য লোন নিয়ে এই কেউ ব্রয়লার মুরগি কিনে ফেললে কী হবে সেটি জানতে চাইলে এই কর্মকর্তা বলেন ‘চিন্তার কোনো কারণ নেই, আমরা সামনে কিস্তিতে ব্রয়লার মুরগি কেনার জন্যেও লোন সুবিধা চালু করতে যাচ্ছি। সেখানে সুদের হার একটু বেশি থাকবে, তবে লোন সবাই পাবে।’

১১৩ পঠিত ... ১৬:৫৭, মার্চ ০৬, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top