বাজারে আসছে আইফোন ১২, কিডনির যত্ন নেয়া শুরু করেছেন অনেকেই

৭১৮ পঠিত ... ১৭:৪৬, অক্টোবর ১৪, ২০২০

নভেম্বর মাসের ১৩ তারিখ থেকে বাজারে পাওয়া যাবে আইফোন ১২ সিরিজের ৪টি হ্যান্ডসেট। এর আগেই শুরু হবে প্রি অর্ডার। অ্যাপলের নতুন এই ফোন কিনতে চাইলে কিডনির যত্ন নেয়া শুরু করতে হবে আজ থেকেই। কিডনি যত যত্নে রাখবেন, দামও তত বেশি পাবেন। ফলে আইফোন কিনতে অন্যকোন খাত থেকে টাকা বা অঙ্গ ভর্তুকি দিতে হবে না।

এই কয়দিন কিডনির উপর একদম কোন চাপ নয়। কোন ধরণের ন্যাচারাল প্রেশার একদমই রাখা যাবে না। প্রয়োজনে আজ থেকে আগামী ১ মাস ওয়াশরুমেই সংসার গড়ে তুলুন। বাসার বাইরে যাওয়ার ক্ষেত্রে এডাল্ট ডায়াপার ব্যবহারের অভ্যাস করতে পারেন। কিংবা কিম জং উনের মতো সাথে রাখতে পারেন পোর্টেবল টয়লেট বা মূত্রালয়।

যারা আইফোন ১১ কেনার সময় একটা কিডনি ইতোমধ্যে বিক্রি করে দিয়েছেন, তাদের চিন্তিত হওয়ার কিছু নেই। আইফোন ১২ কেনার লক্ষ্যে কিডনি ছাড়া বাঁচার অভ্যাস গড়ে তুলুন। দিনের নির্দিষ্ট কিছু সময় শরীর থেকে কিডনি খুলে ফেলুন। শারীরিক জটিলতা দেখা দিলে আবার দ্রুত লাগিয়ে নিন। এভাবে সময় বাড়াতে পারেন। প্রথমদিন আধাঘন্টা কিডনি খুলে রাখলেন, পরের দিন ৪০ দিন, তার পরের দিন ১ ঘন্টা। এভাবে ২৪ ঘন্টাই কিডনি ছাড়া থাকার অভ্যাস হয়ে যাবে। ঘুমানোর সময় যেহেতু কিডনির কোন কাজকাম নেই, চাইলে ঘুমানোর পুরো সময়টাই খুলে রাখতে পারেন।

আইফোন ১২ কেনার ধান্দায় থাকা একজন জানালেন, 'বিড়ি খাওয়া ছাইড়া দিছি। প্রতিদিন ১০ বোতল পানি খাই। দেখি কিডনির দামটা বাড়াইতে পারি কিনা। ভালো দাম পাইলে সেটের সাথে অ্যাপলের স্পিকারটাও কেনার ইচ্ছা আছে।'

যারা ইতোমধ্যে দুটো কিডনিই বিক্রি করে আইফোন ১০ আর আইফোন ১১ কিনে ফেলেছেন তারা আজ থেকে চোখের যত্ন নেয়া শুরু করেন। ঠিকঠাক কাস্টমার পেলে আইফোন ১২ ও কিনতে পারবেন, ১৩ পর্যন্তও আর কোন চিন্তা নেই।

৭১৮ পঠিত ... ১৭:৪৬, অক্টোবর ১৪, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top