এক সন্ধ্যায় পলিথিন বিক্রি করে যেভাবে কোটিপতি হয়ে গেলাম

৫৭২ পঠিত ... ২১:২৫, মে ১৪, ২০১৯

ডিজাইন: ম্যাকবেথ নীল

পাঁচ কেজি সাইজের পলিব্যাগের এক কেজির দাম ২০০ টাকা। আমি ১০০ টাকায় আধা কেজি নিয়ে ফিরছিলাম। ময়লা রাখার কাজে ব্যবহার করতে হয়। এরই মাঝে বৃষ্টি নামল। আমরা অনেকজন মিলে রাস্তার পাশের গ্যারাজে আশ্রয় নিলাম।

কিছুক্ষণের মধ্যেই একজন বলল, ভাই ১০ টাকা দিচ্ছি, একটা পলি দেন... আমি ইতস্তত করতে থাকলাম। লোকটা হাতে টাকা গুঁজে পলি নিয়ে মাথায় দিয়ে চলে গেল। এরপর ভিড় লেগে গেল। সবাই পলি চায়--প্রথমে ১০ টাকায়, পরে ১৫, একটু পরেই ২০ টাকায়...

আধা কেজি ওজনে অনেক পলি ধরে। আমার পকেট উপচে এসেছে। পলি বাকি আছে একটা। লোক আমিসহ আরও একজন... লোকটা ৫০ টাকা হাঁকালে শেষ পলিটা তার কাছে বিক্রি করে নেমে পড়লাম রাস্তায়।

বৃষ্টি হচ্ছে। মাথা ভিজে যাচ্ছে। সবচেয়ে বড় কথা টাকাগুলো ভিজে যাচ্ছে। একটা পলি থাকলে ভালো হতো। কিন্তু পলির যা দাম... ৫০ টাকা!

৫৭২ পঠিত ... ২১:২৫, মে ১৪, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top