যেসব কারণে মেয়েদের পোস্টে আজেবাজে কমেন্ট করবেন

৬৬৪ পঠিত ... ১৬:৪২, জুলাই ২৩, ২০২৩

যেসব-কারণে

জয়া আহসান থেকে মিথিলা, পরিমণি থেকে শবনম ফারিহা, এমনকি নারী ফেসবুক সেলেব্রিটি বা টিকটকারদের কমেন্ট সেকশনে গেলে প্রথমেই চোখে পড়ে নানা নিকৃষ্ট ইঙ্গিতের কমেন্ট, তাদের ফিগার, পোশাক নিয়ে আজেবাজে মন্তব্য, এমনকি দেখা যায় তাদের নিয়ে স্লাটশেইমিং-ও। নারী অভিনেত্রী ও সেলেব্রিটিরা বর্তমানে কমেন্টে আজেবাজে মন্তব্য পড়বে এমনটা মেনে নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেন। মাত্রাতিরিক্ত বাজে কমেন্ট এলে অনেকেই কমেন্ট সেকশন বন্ধ করে দেন। কিন্তু এতকিছুর পরেও সমাজের বিকৃত মানসিকতার মানুষগুলো থামে না। সমাজে আমাদের সঙ্গেই ঘুরে বেড়ানো এই পারভার্ট কমেন্টকারিদের যেহেতু কোনোভাবেই থামানো যাচ্ছে না, তাই eআরকি টিম গবেষণা করে বের করলো কেন তাদের মেয়েদের পোস্টে আরও বেশি করে আজেবাজে মন্তব্য করা উচিৎ! আসুন দেখে নেওয়া যাক কারণগুলো।

 

  • মেয়েদের পোস্টে আজেবাজে কমেন্ট করলে আপনার ফ্রেন্ডলিস্টে থাকা সকলে খুব সহজেই জানতে পারবে আপনি আসলে কত বড় পারভার্ট। এতে তারা আপনাকে দ্রুত আনফ্রেন্ড করে দেয়ার সিদ্ধান্ত নিতে পারবে।
  • আপনার বন্ধুরা পাবে আপনার মন মানসিকতার পরিচয়, হতে পারবে সাবধান। দূরত্ব বজায় রেখে চলতে পারবে আপনার মেয়ে বন্ধুরা এবং আপনার জীবনের অন্যান্য নারীরাও।
  • আপনি যে সামনে ভালো মানুষ সেজে থাকলেও ভেতরে ভেতরে একজন পারভার্ট ও মিসোজিনিস্ট, তা বন্ধুদের পাশাপাশি জানবে আপনার পরিবারও। ভাবুন একবার, নিজেকে এমন মানুষ হিসেবে গড়ে তুলেছেন যে আপনার আপন বোন কিংবা আত্মীয়-স্বজনও আপনার সঙ্গে নিরাপদ অনুভব করবে না।
  • আপনার কোনো হতভাগ্য প্রেমিকা থেকে থাকলে খুব সহজেই তিনি বুঝতে পারবেন আপনার সাথে কেন তার ফাইনালি ব্রেকআপটা করে ফেলা উচিৎ।
  • দেশে যদি কখনো পারভার্টশুমারি করা হয়, তবে আপনাকে সেই হিসাবে খুব সহজেই খুঁজে পাওয়া যাবে।
  • পরবর্তিতে কাউকে অনলাইন বা অফলাইনে হয়রানির কারণে আপনার নামে মামলা হলে খুব সহজেই আপনার চরিত্রের প্রমাণ পাওয়া যাবে।
  • আপনার যদি নিজের ফেসবুক আইডিটা হারানোর খুব ইচ্ছা হয় তবে বেশি বেশি কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করা আজেবাজে মন্তব্য করুন। কিছুদিনের মাঝেই জাকারবার্গ সাহেব আপনার আইডিটা উধাও করে দিবেন।
  • বেশি বেশি বাজে মন্তব্য করে সাহায্য করুন সাইবার ক্রাইম ইউনিটকে। তাদের তো কাজই আপনার মতো অসুস্থ মানসিকতার মানুষদের চিহ্নিত করে রাখা।
৬৬৪ পঠিত ... ১৬:৪২, জুলাই ২৩, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top