জ্বালানি তেলের বদলে কী ব্যবহার করবে? জানতে চায় জনগণ

৪১৪ পঠিত ... ১৬:৩৩, আগস্ট ০৬, ২০২২

Jalani-teler-bikolpo

গত রাত ১২টায় হুট করে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। কেরোসিন ও ডিজেলের দাম ৮০ টাকা থেকে ১১৪ টাকা, পেট্রোল ৮৬ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা ও অকটেন ৮৯ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে।

যদিও এক কাল্পনিক সূত্র থেকে খবর পাওয়া গেছে এমন বাড়তি দামের কারণে খুব একটা চিন্তিত নন সাধারণ জনগণ। চিন্তার কোন কারণ নেই জানিয়ে এক সাধারণ জনগণ বলেন, ‘চিন্তা করছি না। নিশ্চয়ই খুব দ্রুতই আমাদেরকে বিকল্প দেখানো হবে। সে অপেক্ষায় টিভি ছেড়ে বসে আছি। জাস্ট দুএকটা দিন কষ্ট করতে হবে আরকি। এই কয়দিন উন্নয়নের দিকে তাকিয়ে চালিয়ে দিবো।‘

কেউ কেউ দ্রুত বিকল্প দেখানোর তাড়া দিচ্ছেন। এমনই একজন বলেন, ‘সরকার উচিত দ্রুত বলে দেয়া জ্বালানি তেলের বিকল্প হিসেবে পানি ব্যবহার করবো, নাকি থুথু? ওয়াসার পানির কালার অনেকটা ডিজেলেরই মত, ওটা ব্যবহার করা যাবে কি না!’

সরকারের কাছ থেকে কোন নির্দেশনা না আসায় নানান জন নানাভাবে জ্বালানি তেলের বিকল্প ব্যবহার করার চেষ্টা করছেন। এজন্য চারদিকে এক ধরনের অসামাঞ্জস্যতা দেখা দিয়েছে বলেও জানা যায়। রাস্তায় গিয়ে দেখা যায়, কেউ পানি ব্যবহার করছেন কেউ বা থুথু। কেউ গাড়ির পেছনে উন্নয়ন উন্নয়ন বলে গাড়ির স্টার্ট দেয়ার চেষ্টা করছেন। সঠিক নির্দেশনার অভাবে এমন অনিয়ম দেখা দিয়েছে বলে মত দিয়েছেন অনেকে।

এই অনিয়ম দমন করতে সরকারকে এগিয়ে আসার আহবান জানিয়ে এক সরকার দলীয় বুদ্ধিজীবী বলেন, ‘পানির সাথে একটা আলোচনা করলেও হয়। পানিকে ডিজেলের বিকল্প হওয়ার আদেশ দিলে পানি নিশ্চয়ই সরকারের কথা ফেলবে না!’

৪১৪ পঠিত ... ১৬:৩৩, আগস্ট ০৬, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top