ছবিতে ছবিতে বাঙালির ইদ ঐতিহ্য

১২১৩ পঠিত ... ১৭:১০, এপ্রিল ২৫, ২০২২

Chobite-eid-oitijjo

 

ইদের ঐতিহ্য মানে শুধু ইদের নামাজ, সেমাই আর সালামি না। বাঙালির রয়েছে আরও কিছু ইদের ঐতিহ্য। বাঙালির সেসব ইদ ঐতিহ্যই খুঁজে বের করেছে eআরকির গবেষক দল।

 

১# ট্রেনের টিকিট কাটার লাইন

1

বাঙালির ইদ আনন্দ শুরু হয় আসলে কমলাপুর থেকে। একটু ভুল বললাম, আসলে শুরু হয় কমলাপুর রেলস্টেশনের টিকিট কাটার লম্বা লাইন থেকে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা, লম্বা লাইনের ছবি ফেসবুকে ভাইরাল হলেই মনের মধ্যে ইদ ইদ একটা অনুভূতি আসে। এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য। অবশ্য এবার সহজের কালো থাবা অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করে সেই আনন্দে একটু ভাটা ফেলার চেষ্টা করলেও সফল হতে পারেননি।

 

২# ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিখ্যাত জ্যাম

2

ইদের দিন সকালে পত্রিকায় নিউজ আসবে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জ্যামে আটকা পড়ে ইদ করলেন প্রায় হাজার দশেক মানুষ। এই নিউজ দেখার পরই সেমাই মুখে দিলে সেই সেমাইকে ইদের সেমাই বলে মনে হয়। নতুবা সেমাইকে মনে হয় করল্লার নুডুলস। 

 

৩# লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই

3

ইদ আসবে আর অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চের ছবি ভাইরাল হবে না… তাহলে আর ইদ কীসের! এমন ইদকে তো ত্যাজ্য ইদ করে দিতে ইচ্ছে করে। আর যদি অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণের কোন লঞ্চ…থাক এটুক আর না বলি। আপনারা জানেন।

৪# ট্রেনে হুড়োহুড়ি

4

ইদের সাথে ট্রেনের সম্পর্কটা বাঙালীর শত বছরের ঐতিহ্য। ইদে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনকে কোনভাবেই ট্রেন মনে হবে না। মনে হবে একটা মানবগাড়ি। চারপাশে মানুষ দিয়ে বানানো হয় এই যান। এই ট্রেনের অংশ হতে না পারলে আসলে ইদটাই মাটি।

 

৫# আড়ং বয়কট

ইদ মানে আড়ং, ইদ মানে আড়ং বয়কট। কোন ইদে যদি আড়ং বয়কটের দাবি না ওঠে তাহলে সেই ইদের পাঞ্জাবি দিয়ে পাপোশ বানিয়ে ফেলতে ইচ্ছে করে। আড়ং বয়কটের দাবি না উঠলে ইদের চাঁদও উঠতে একটু গড়িমসি করে।

 

৬# চাঁদ দেখা কমিটির লুকোচুরি খেলা

6

২৯ রোজার রাত। সবার চোখ চাঁদ দেখা কমিটির দিকে আর চাঁদ দেখা কমিটির চোখ সৌদি আরবের দিকে। টানটান এক উত্তেজনা। এই উত্তেজনা ছাড়া ইদকে ঠিক ইদ ইদ লাগে না। হাজার হাজার বছর ধরে আমাদের চাঁদ দেখা কমিটি এই ঐতিহ্যকে বুকে লালন করে রেখেছেন।

 

৭# চাঁদপুরে ইদের আগেই ইদ

7

আলিবাবার আছে ৪০ চোর। আমাদের আছে চাঁদপুরের ৪০ গ্রাম। দেশের বুকে ছোট্ট এক টুকরা সৌদি আরব তারা। তাদের একদিন আগের ইদ না দেখলে আমাদের ইদ ঠিক জমে না।

 

৮# ফাঁকা ঢাকা

8

ঢাকাবাসীর জীবনে ঐতিহ্য বলেন কিংবা খুশি, ওই ইদের ছুটির তিনটা দিন। ফাঁকা ঢাকা দেখে তারা হাসেন, ফাঁকা ঢাকা দেখে তারা কাঁদেন।

 

৯# বকেয়া বেতনের জন্য বিক্ষোভ

9

বিক্ষোভ তো আমাদের ঐতিহ্যই। এই ঐতিহ্য ইদে যোগ করে এক অন্যরকম মাত্রা। ৩০০০ ডলার মাথাপিছু আয়ের দেশে ইদের ঠিক আগে আগে বকেয়া বেতন, বোনাস নিয়ে বিক্ষোভ যেন ইদকে আরো বেশি আনন্দময় ও রোমাঞ্চকর করে তোলে।

১২১৩ পঠিত ... ১৭:১০, এপ্রিল ২৫, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top