গালাগালিভারস ট্রাভেলস

৯৯৯ পঠিত ... ১৮:২৪, এপ্রিল ০৫, ২০২২

Galagaliver

টিপ জিহাদির সংগে হিজাব জিহাদির সংঘর্ষের চলচ্চিত্র, পরকালশীল ও পোগোতিশীলের দ্বন্দ্ব, লিলিপুটিয়ান বনাম ব্লেফুসকুডিয়ান সামাজিক পুলিশি যুদ্ধের টান টান উত্তেজনার ছবি, কেডা বেশি ইশমার্ট।

হায়ানটের টিপ নায়িকা আকলিমা নদীর রাবীন্দ্রিক লাস্য কী পারবে লিবেরেল প্রেমিক কুদ্দুস সংস্কৃতায়নের মন জয় করতে? নাকি সে বাবার পছন্দে রক্ষণশীল প্রকৌশলী আমির হামজাকে বিয়ে করে এমেরিকা চলে যাবে? 

হায়ানটের হিজাব নায়িকা আলেফ লায়লার ১০০১ রাতের গল্প কী লিবেরেল কুদ্দুসকে আকর্ষণ করবে, নাকি সে আকলিমার টিপে সঁপেছে প্রাণ ওগো প্রেমনদী হয়ে রয়ে যারে পোগোতিচিল প্যারেডে।

হামজা কী পারবে আকলিমাকে হিজাব পরাতে, নাকি সে আলেফ লায়লার সংগে ওমরাহ করতে যাবে মেহরাম হিসেবে। 

লায়লা হিজাব খুলতে ও টিপ পরতে রাজি না হওয়ায়, লিবেরেল কুদ্দুস মন খারাপ করে গান করে, এ খাঁচা ভাংবো আমি কেমন করে।

সেই থেকে কুদ্দুস ওয়ার অন টিপ শুরু করে ফেসবুকে। সে টিপ পরে, ক্রস ড্রেসিং করে। তার লম্বা চুলের খোপায় তারার ফুল। ফেসবুক মন্তব্যে ফেসবুকের পুরুষ বন্ধুরা বলে, মোর প্রিয়া হবে কুদ্দুস রাণী। কুদ্দুসের ফেসবুক পোস্টটি একটি স্বয়ংসম্পূর্ণ গে ক্লাবে পরিণত হলে, আকলিমা সিদ্ধান্ত নেয়, সে একা থাকবে। ফ্রিদার ফটো কাভারে ঝুলিয়ে সে নারীবাদের সশস্ত্র সংগ্রামে যুক্ত হয়। 

মোরা একটি টিপকে বাঁচাবো বলে যুদ্ধ করির যুদ্ধাস্ত্র নানা রং এর টিপ অর্ডার দেয় টিপ ভ্যালিতে। সে ধ্যাবডা টিপ দিয়ে ফেসবুক লাইভ করে, টিপ বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই সুবর্ণা চে। দীর্ঘদিন শীতনিদ্রায় থেকে হেডলাইনে ফিরে এসে টিপ জেহাদিদের আইকন সুলতানা আপা হয়ে ওঠেন। সানজিদা আপা সুলতানা আপাকে ফোন করে বলেন, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যান। টিপ মজলিশের ফওজিয়া আপা বলেন, পাকিস্তান আমলেও টিপকে হিন্দুয়ানী ভেবে নিরুতসাহিত করা হতো। একই ভাইরাস দেখছি টিপের শত্রুদের মাঝে।

বাংলা সংস্কৃতির প্রবাদ পুরুষ ইতিহাসান ভাই কপালে টিপ দিয়ে ফেসবুক লাইভ করেন, আপনি যদি পাকিস্তানের বিপক্ষের শক্তি হতে চান, তাহলে আপনাকে টিপ পরতে হবে।

দার্শনিক বলদা রায় বলেন, টিপ বামগালি সংস্কৃতির চিহ্ন। সমাজতন্ত্রী টুংকুভস্কি বলেন, টিপ হচ্ছে পতাকার লাল রং। এক সুশীল বামাতি তাকে বলে, ক্রসফায়ারের লালের যোগান কী যথেষ্ট নয়!

ফেমিনিস্ট নারী প্রীতি ভাই টিপ পরে অশ্রুসজল ছবি দিলে তার ফ্যাসিস্ট স্ত্রী বলেন গেট লস্ট। মনের কষ্টে ভাইটি গায়, ওরা আমার কপালের টিপ কাইডা নিতে চায়!

ওদিকে আমির হামজা আলেফ লায়লাকে দিয়ে টিপবিরোধী সামাজিক যুদ্ধ ঘোষণা করে। আকলিমার প্রত্যাখ্যান সে নিতে পারেনি। আলেফ লায়লাকে নির্দেশ দেয় রাস্তায় আকলিমাকে জিজ্ঞেস করতে, অই বেডি দ্যাশটারে কি মোদীর টিপে ছাইয়া দিতে চাস! আমরা টিপ পরলে ভারতের করদ রাজ্যে পরিণত হবে, মসজিদে উলু হবে।

হামজা হিজাব পরে ছবি দিলে পুরুষ বন্ধুরা ইনডিসেন্ট প্রোপোজাল দেয়। লায়লাও থাকুক, আমরাও থাকি, হামজা তুই কাভি খুশি কাভি ঘাম হইয়া যা। হামজার পোস্টে গে ক্লাব দেখে সে লায়লা পাডার রইস মাস্তানকে মন দেয়। সে হেফাজতে লুটপাটের সদস্য। লায়লাকে হালাল অস্হায়ী ম্যারেজ করে তাকে গুলশানে বসুন্ধরার ফ্ল্যাটে তুলে দেয়। লায়লার নতুন নাম হয় মুনিয়া।

আর আকলিমা একাকীত্বের কষ্টে ফেসবুকে সামাজিক সম্প্রীতি ভাইয়াদের স্ক্রিন শট ফাঁস করে। সে যেন হয়ে যায় হানি ট্র্যাপের রেড স্প্যারো।

আকলিমা এককীত্ব জয় করতে সরকারি দলে যোগ দেয়। কপালে সুবর্ণা টিপ দিয়ে বলে, পাকিস্তানে শ্রীলংকায় গণতন্ত্র নাই, লাইলাতুল ইলেকশনই গণতন্ত্রের ভিত্তি।

শিবসেনা কর্মী বাল্টন হীরা টিপের ফালগুন দিদিকে ফোন করে বলে, আমরা ইহুদির মতে হতভাগ্য, আমাদের মিডিয়া আছে, গেরুয়া গোস্বামী আছে, কিন্তু কিছু প্রদীপ পিকে ছাডা মাছশিকারী নাই, যে নেতৃত্বে গিয়ে লেন্দুপ দর্জি হবে।

আমির হামজা লায়লাকে হারিয়ে মজনু হয়ে যায়। সে গান করে কেনরে তুই চডলি ওরে বাবুদের জুডি গাডিতে। লায়লা সেকেন্ড হোমে স্কিন টাইট টি শার্ট পরে ছবি তুললে, লিবেরেল কুদ্দুস ইনবক্সে মেসেজ দ্যায়, রইসের কাছ থিকা টেকাটুকা লও, তোমারে নিয়া ফিল্ম বানামু।

আকলিমা আপা লায়লার প্রতিশ্রুতিশীল দেহবল্লরী দেখে ঈর্ষান্বিত হয়। তাকে কষ্ট করে এনজিও করতে হচ্ছে আর মুনিয়া যাচ্ছে স্পাতে, টুরিজমে। তার পোস্টে এখন পুরুষ মাছিরা ভন ভন করে। লায়লা যেন রাণী মৌমাছি।

আর আকলিমা তেলান্জলির বিনিময়ে এম পি রেসে আছে। শুক্রবারের দিন মাথায় কাপড দিয়ে হাসিনার মতো সাজে। শনিবারে সে সুলতানার টিপ দেয় কপালে। একবার কলকাতায় গিয় কালচারাল সৃজিত ও শ্রীজাত”র সংগে ছবি দেয়। আজমীর শরিফে গিয়ে মাথায় বেগম রোকেয়া ঘোমটার ছবি। গোয়াতে গিয়ে ফ্রিদা।

সমুদ্র সৈকতে বসে গুনগুন করে,

গুন্জনে দোলে যে ভ্রমর মন চলেছে উড়ে উড়ে।

৯৯৯ পঠিত ... ১৮:২৪, এপ্রিল ০৫, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top