আশা-নিরাশার সার্চ কমিটি: আমাদের নাম আসবে কবে?

২৭৫ পঠিত ... ১৭:০৫, ফেব্রুয়ারি ১৫, ২০২২

Search-comette

নির্বাচন কমিশনার হিসেবে নাম আসা ৩২২ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে জনাব ফিরোজা আক্তার নামের একজন কবির নামও দেখা গেলো। উনার কবিতা পড়তে আগ্রহী। গুগল হতাশ করেছে, কেউ যদি উনার কবিতার সন্ধান দিয়ে বাধিত করেন তবে তাকে বাঁধিয়ে রাখবো ফেসবুকের ওয়ালে।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নায়ক ইলিয়াস কাঞ্চনের নামও তালিকায় আছে। কিন্তু জায়েদ খান বা নিপুনের নাম না দেখে হতাশ হলাম।  

জনাব আশরাফ আলী ও জনাব মোহাম্মদ মজিবর রহমান (মুজিব) নামের দুজন আছেন তালিকায়, তাঁদের পেশা/পদবি হিসেবে উল্লেখ আছে ‘প্রবাসী’। প্রবাসে বসবাস কিভাবে একজন ব্যক্তির পেশা কিংবা পদবি হয় তা বুঝলাম না। আর প্রবাসী কোটায় তাঁরা এই তালিকায় স্থান পেলেন কীভাবে তাও বুঝলাম না।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহর নাম আছে কিন্তু শাবিপ্রবির ফরিদ সাহেবের নাম নাই, এটা খুব হতাশার। তবে যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান আছেন তালিকায়। আলহামদুলিল্লাহ।

বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বুলুর নামও আছে, রাফিউজ্জামান নামের একজন ট্যুর অপারেটরের নামও দেখলাম। আছে রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের সেক্রেটারি মোঃ আবদুল মোতালিব মিয়ার নাম। দৈনিক পূর্ব তারা পত্রিকার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সিদ্দিকও আছেন এই তালিকায়।

বেশ কয়েকজনের কোনো পেশা পদবিই নাই... হুদা নাম দেওয়া।

তবে তালিকার দুটো বড় অংশ জুড়ে আছেন সাবে সেনা কর্মকর্তা এবং আমলা।

বিএনপি তো এখনো তালিকা দেয়-ই নাই। পপকর্ন লইয়া বসিলাম।

পুনশ্চ:

অবস্থা যা দাঁড়াইছে এই তালিকায় নাম না উঠলে সভ্য সমাজে আর মান ইজ্জত থাকছে না। পরেরবার নিজেই নিজের নাম নমিনেশনে পাঠাবো ভাবতেছি। তার প্রস্তুতি হিসেবে কি কবিতা লেখা শুরু করবো নাকি গলির মোড়ে মোবাইল রিচার্জের টঙ দোকান খুলবো তা সিদ্ধান্ত নিতে পারছি না। নাকি ‘আমজনতা’ কিংবা ‘বিশিষ্ট ফেইসবুকার’ কোটায় একটা চান্স নেবো?

২৭৫ পঠিত ... ১৭:০৫, ফেব্রুয়ারি ১৫, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top