ধর্ষণের বিচার চেয়ে যে ৮টি উপায়ে 'বিনম্রভাবে' আবেদন করবেন

১৫৬৭ পঠিত ... ১৪:৩১, অক্টোবর ০৬, ২০২০

দেশে একের পর ঘটছে নৃশংস সব ধর্ষণের ঘটনা। ডেইলি স্টারের এক প্রতিবেদনে জানা যায়, দেশে প্রতিদিন গড়ে তিনটি ধর্ষণের ঘটনা ঘটে। অথচ বেশিরভাগ ক্ষেত্রেই আইন-শৃংখলা বাহিনীর ব্যাপারে 'মামলা নিতে চায়নি' অথবা তদন্তে অসহযোহিতার অভিযোগ পাওয়া যায়। অন্যদিকে ধর্ষণের প্রতিবাদে শহরের দেয়ালে গ্রাফিতি আঁকতেও বাঁধা দেয় পুলিশ। তাহলে ঠিক কীভাবে পুলিশের কাছে অভিযোগ করলে তারা ঘটনার ঠিকঠাক তদন্ত এবং আসামীদের শাস্তির ব্যবস্থা করবে? একটু ভদ্রভাবে বললে কি কাজ হতে পারে? eআরকির টিম ভেবেছে এমন কিছু 'নম্রভাবে' ধর্ষণের বিচার চাওয়ার পদ্ধতি। যদিও আমরা চাই, কাউকেই যেন এইগুলো এপ্লাই না করতে হয়।

 

১# অধীনের বিনীত নিবেদন এই যে আমি এত তারিখ ধর্ষিত হয়েছি, আমার ভিডিও ভাইরালও হয় নাই, অনুগ্রহ করে আমার মামলাটি নিয়ে বাধিত করিবেন।

২# আমি খবর নিয়ে দেখেছি উনি বিএনপি করতেন, অতএব ধর্ষককে গ্রেফতার করতে মহোদয়ের মর্জি হয়!

৩# প্লিজ, কাইন্ডলি আমার ধর্ষণের মামলাটা একটু তদন্ত করে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেবেন কি?

৪# জনাব, আমি গণধর্ষণের শিকার হয়েছি। ধর্ষক দলে একজনের দাদার জামায়াতে ইসলামি করার রেকর্ড আছে। এমতাবস্থায় আপনার দয়ার হাত প্রসারিত করে অন্তত উনাকে হলেও গ্রেফতার করবেন কি?

৫# হে দায়িত্বশীল, ন্যায়ের স্তম্ভ। আমার কাছে সঞ্চয়ের ৩০০০ টাকা ও একটি সোনার নাকফুল আছে। আমাকে ধর্ষণের মামলাটি নিয়ে কি আপনি আমাকে কৃতার্থ করবেন?

৬# হে ন্যায়ের প্রতিক, হে মহানুভব। আমার মেয়েকে গণধর্ষণের মামলাটি একটু লিপিবদ্ধ করবেন কি? এই যে আমার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও ৪০০০ টাকা।

৭# প্রিয় স্নেহাশীষ পুলিশ ভাই, আব্বা। আমি ও আমার মেয়ে গণধর্ষণের শিকার হয়েছি। মামলা হয়নি। এরপর টানা ৮ দিন ধর্ষণের শিকার হয়েছি। আমার মেয়েটা মরে গেছে। মামলা নেয়ার মতো যথেষ্ট নৃশংসতা হয়েছে কি?

৮# হে মানবতার খাঁকিওয়ালা, আমি ধর্ষণের শিকার হয়েছি। বিচার নিয়ে গেলে চেয়ারম্যানও ধর্ষণ করেছে। থানার বড় স্যারও..। আমি কি মামলা করার মর্যাদাপ্রাপ্ত হয়েছি? নাহলে আপনিও আসুন।

১৫৬৭ পঠিত ... ১৪:৩১, অক্টোবর ০৬, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top