'চিকনগুনিয়া' ভাইরাস নিয়ে সিলেটীদের মধ্যে অস্বস্তি : ভাইরাসের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধনের প্রস্তুতি

১৪৭১৮ পঠিত ... ১৫:৫৮, মে ১৫, ২০১৭

এসেছে নতুন ভাইরাস, তাকে ছেড়ে দিতে হবে স্থান। 'চিকনগুনিয়া' নামক নতুন ভাইরাস জ্বরে প্রচুর মানুষকে সাম্প্রতিক সময়ে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। অদ্ভুত নামের এই ভাইরাস নিয়ে আতংক সঞ্চার হয়েছে জনমনে ও অভিভাবক মহলে। তবে ভাইরাসটির এই 'কেমন কেমন যেন' নাম নিয়ে সবচেয়ে বেশি জটিলতায় ভুগছেন সিলেটীরা। জটিলতার কারণ, ভাষাগত।

সম্প্রতি চিকনগুনিয়া ভাইরাস জ্বরে আক্রান্ত আমাদের প্রতিবেদক জানায়, গতকাল দুপুরে ঢাকার একটি রেস্টুরেন্টে একজন সিলেটী কাস্টমার এসে ওয়েটারকে ডাক দিয়ে জিলাপী দিতে বলেন। এরপর আবারও ডাক দিয়ে তিনি জিজ্ঞেস করেন, এখানে মোটাগু পাওয়া যায় নাকি চিকনগু? এতে ওয়েটার বিভ্রান্ত হয়ে পড়ে। কাস্টমার তাকে আবারও বলেন, 'চিকনগু থাকলে চিকনগুনিয়া আয়!' এই পর্যায়ে রেস্টুরেন্টে আতংকের সৃষ্টি হয়। কাস্টমার চিকনগুনিয়া ভাইরাস খেতে চাচ্ছে, এই নিয়ে সবাই আতংকিত হয়ে পড়েন। পরে তীব্র বাকবিতণ্ডার অবতারণা হলে ওই রেস্টুরেন্টেই উপস্থিত থাকা অন্য একজন সিলেটী কাস্টমারের হস্তক্ষেপে ব্যাপারটি মিটমাট হয়। 

মূলত সিলেটী ভাষায় 'টা' বা 'টি' এই নির্দেশক অব্যয়টি বোঝাতে 'গু' ব্যবহৃত হয়। এই ভাষায় 'সাদা গু' মানে হলো 'সাদাটা', অর্থাৎ চিকনগু মানে হলো চিকনটা! অর্থাৎ ওই সিলেটী কাস্টমার বলতে চেয়েছিলেন, ' (জিলাপী) চিকনটা নিয়ে আয়'! 

এই ব্যাখ্যা জানার পর রেস্টুরেন্টের ঘটনার মিটমাট হলেও সিলেটীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা গেছে। সিলেটে বেড়াতে যাওয়া একজন জানান, বিছনাকান্দিতে নৌকায় ওঠার সময় মাঝি তাদের বন্ধুদের একজনকে বলেন, 'এত চওড়া নৌখা নিয়া খিতা খরবেন? চিকনগুনিয়া যান!' এতে তারা এখানে এই ভাইরাস জ্বরের সংক্রমণ আছে ভেবে নৌকায় না উঠেই ফেরত চলে আসেন। এতে সিলেটের পর্যটন ব্যবসায় ধ্বস নামে। পর্যটন কর্পোরেশনের হিসেব মতে এতে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়। 

তবে 'সিলেটী ভাষা ও সাহিত্য ক্লাব' নামে একটি সংগঠন এই ভাইরাসের নামের পরিবর্তন দাবি করেছেন। তাদের মতে, এই ভাইরাসের নামের সঙ্গে সিলেটী ভাষার মিল থাকা এই ভাষা, দেশ, জাতি, সৌরজগত এসব কিছুকে অবমাননা করে। অবিলম্বে এই ভাইরাস জ্বরের নাম পরিবর্তন না করলে তারা মানববন্ধন একশানে যাবেন বলেও জানা গেছে। এ সম্পর্কে ক্লাবের একজন প্রতিনিধি বলেন, 'খিতা এখটা নাম দিসে ভাইরাসের মোটাগু চিখনগু বুঝলাম না খিছুই। এইডা খি খোনো খতা হইলে রে বা?'    

১৪৭১৮ পঠিত ... ১৫:৫৮, মে ১৫, ২০১৭

Top