সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেমকে ঠিক করতে চেয়েছিলাম: ডাকাতিতে নেতৃত্ব দেয়া সিআইডি কর্মকর্তা

৩৫৯ পঠিত ... ১৪:০২, সেপ্টেম্বর ০৯, ২০২১

Dakatir-ovijoge-SI-greftar

বিমানবন্দর থানার কাওলায় ১১ মাস আগে হওয়া একটি ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ জানতে পারে ওই ডাকাতির ঘটনায় সিআইডির একজন উপপরিদর্শক (এসআই) জড়িত। আকসাদুজ্জামান নামের এই এসআই ভারত পালিয়ে যাবার সময় ডিবি পুলিশের কাছে ধরা পড়েন।

যদিও এই ঘটনা সম্পর্কে ভিন্ন বক্তব্য হাজির করেছেন আকসাদুজ্জামান। পুরো ঘটনাটিকে তিনি পুলিশি কর্মকাণ্ডেরই অংশ বলে দাবি করেন৷ নিজেকে একজন আন্ডারকাভার অফিসার পরিচয় দিয়ে একটি ফেক আইডি থেকে তিনি eআরকিকে বলেন, 'আমার পরিকল্পনা ছিলো ডাকাত দলে যোগ দিয়ে তাদের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা। এরপর ভালোবাসার পবিত্র স্পর্শে তাদেরকে সৎ মানুষ হিসেবে গড়ে তোলা। অনেক সময় শাসন করে যেটা ঠিক করা যায় না, ভালোবাসা দিয়ে সেটা করা সহজ। দয়া করে আমাকে ভুল বুঝবেন না... আমি সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেমকে ঠিক করতে চেয়েছিলাম। কিন্তু নিজেই সিস্টেম হয়ে যাবো বুঝিনি!'

আকসাদুজ্জামানের স্ত্রীও স্বামীর এমন পরিকল্পনার প্রশংসা করেন৷ পাশাপাশি আকসাদুজ্জামানকে এভাবে গ্রেফতার করার প্রতিবাদ জানিয়ে ভূয়া ইমো আইডি থেকে বলেন, 'পুলিশের চাকরি করে দেখে সবসময় ক্রিমিনাল ধরতে হবে কেন? নিজে দুই একটা করতে পারবে না? চোর ডাকাতের সাইকোলজি বোঝার জন্যও দুই একবার চুরি ডাকাতি করা দরকার... আশা করি আপনারা সবাই ব্যাপারটা বুঝবেন। আমার স্বামীর উদ্দেশ্য এখানে নিঃসন্দেহে মহৎ ছিলো।'

'কবে নাগাদ আন্ডারকাভার অফিসার হিসেবে ডাকাতি করছেন ও কবে নাগাদ শেষ করার পরিকল্পনা ছিলো' - আমাদের এমন প্রশ্নে ফেক আইডি থেকে আকসাদুজ্জামান বলেন, 'ইয়ে মানে, দেশে-বিদেশে আরো কিছু বাড়ি-গাড়ি আর অল্প করে হাজার খানেক কোটি টাকা হইলেই ছেড়ে দিতাম। এইসব পাপ কাজ আসলে বেশি দিন করা যায় না।'

আকসাদুজ্জামানের সহযোগী ডাকাতদের দলনেতা eআরকির সাথে এক সাক্ষাৎকারে বলেন, 'আমরা আকসু ভাইয়ের ফ্যান.. এই ডাকাতি আমাদের জন্য অন্য রকম অভিজ্ঞতা আছিলো৷ পুলিশরে সাথে নিয়া ডাকাতি করতেছি। ব্যাপারটা বুঝতে পারছেন? জিনিসটা সিভিতে যোগ করন লাগবো৷ ভাবতেছি কয়দিন পরে পুলিশে যোগ দিমু...'

৩৫৯ পঠিত ... ১৪:০২, সেপ্টেম্বর ০৯, ২০২১

Top