ফোনের ডিসপ্লে গার্ড এবং কভার কেনার জন্য আরো ৭৫ হাজার টাকা পেতে যাচ্ছেন মন্ত্রীরা

১২৫৯ পঠিত ... ১৭:১৮, মে ২২, ২০১৮

এবার আরো ৭৫ হাজার টাকা পেতে যাচ্ছেন মন্ত্রী-সচিবরা। এই টাকা তারা পাচ্ছেন নতুন কেনা এ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লে গার্ড এবং কভার কেনার জন্য।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবরা মোবাইল কেনার জন্য ৭৫ হাজার টাকা করে পাবেন। সোমবার (২১ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে মন্ত্রিসভা শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। (সূত্র: বাংলা ট্রিবিউন)

এরই সূত্র ধরে আজ মন্ত্রিপরিষদ সচিব বলেন, 'ফোনের কভার এবং ডিসপ্লে গার্ড কেনার টাকাটাও মন্ত্রীদের দেয়া হবে। তা না হলে ওই টাকা সংগ্রহ করতে মন্ত্রীদের ঘুষ খাওয়া লাগতে পারে। এতে একটা সুন্দর উদ্যোগ ব্যর্থ হয়ে যাবে।'

কিন্তু এত মোটা অংকের টাকা ডিসপ্লে গার্ড কেনার জন্য দেয়া কি যুক্তিযুক্ত, এমন প্রশ্নে হেসে ওঠেন মন্ত্রী পরিষদ সচিব। তারপর নিজের ফোনের ভাঙা ডিসপ্লে দেখিয়ে বলেন, 'আজকাল মোবাইল ফোন অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আর তাই ফোনের ডিসপ্লে গার্ড এবং মজবুত ফোনকাভার কেনার জন্য এই স্বল্প পরিমাণ টাকা দেয়া হচ্ছে।'

তিনি আরো জানান, চার্জার, হেডফোন এবং পাওয়ারব্যাংক কেনার ভাতা দেয়ার প্রস্তাবও করা হয়েছে। তবে কিছু মন্ত্রী সিম কেনার টাকা এবং ফোনে ডেইলি ১০০ টাকা রিচার্জও দাবি করেছেন।

১২৫৯ পঠিত ... ১৭:১৮, মে ২২, ২০১৮

Top