নভেম্বর এলেই যেভাবে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে ‘No Nut November’ ট্রেন্ড, তাতে এবার চরম ক্ষুব্ধ হয়েছেন হানিনাট বিক্রির জন্য পরিচিত জামশেদ মজুমদার ভাই। হানিনাট বিক্রেতাদের মুখপাত্র হিসেবেও পরিচিত এই ব্যবসায়ী জানান, এটা কোনো ট্রেন্ড না, এটা সরাসরি অর্থনীতির ওপর আঘাত!
জামশেদ ভাই আরও বলেন, এই NNN আসলে একটা ফ্যাসিবাদী ষড়যন্ত্র। মানুষকে প্রাকৃতিক চাহিদা থেকে বঞ্চিত করা হচ্ছে, nut খাওয়া মানে এখন অপরাধ! এটা ব্যবসায়ীদের বিরুদ্ধে একটা সংগঠিত নাশকতা।
এক ফেক ভিডিও কলে দেখা যায়, জামশেদ ভাই রাগে হানিনাটের জার টেবিলে আছাড় মেরে বলছেন, এমনকি আমার ক্রেতারাও এখন লজ্জায় আমার দোকানে আসে না। নভেম্বর বলেই কী মানুষ হানিনাট খাবে না? What is this behaviour bro। এদিকে জামশেদের দোকানের সামনে ঝুলছে নতুন ব্যানার, Say No to No Nut November—Save the Nuts, Save the Nation.
এদিকে স্থানীয় ব্যবসায়ী সমিতিও জামশেদের পাশে দাঁড়িয়েছে। তারা বলছেন, এটা শুধু জামশেদ ভাইয়ের লড়াই না, এটা আমাদের সবার লড়াই NNN নিপাত যাক, nut স্বাধীনতা মুক্তি পাক।


