গেম কিনে পরিবারের সারাজীবনের সঞ্চয় শেষ

১৭৪ পঠিত ... ১৭:৪০, জুন ১৯, ২০২৩

Game-kine

চীনে ১৩ বছর বয়সী এক মেয়ে মাত্র কয়েক মাসের ব্যবধানে মোবাইল ফোনের গেম কিনতে তার বাবা-মায়ের সারাজীবনের সঞ্চয় পুরো ৬৪ হাজার ডলার শেষ করে ফেলেছে। মেয়েটি একটি বোর্ডিং স্কুলের ছাত্রী, হোস্টেলে স্কুলে থাকা অবস্থাতেই সে অনলাইন গেমের বিভিন্ন ফিচার আনলক করার জন্য এই অর্থ খরচ করেছে। শুধু তাই নয় নিজের পাশাপাশি নিজের বন্ধুদের গেমের পেছনেও এই অর্থ খরচ করেছে সে।

পরবর্তীতে তার অনলাইন গেমের এই অতিরিক্ত আসক্তির জন্য তার মা গং ইওয়াংকে স্কুলের শিক্ষকরা পুরো ব্যাপারটি জানান এবং গং ইওয়াং নিজের অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখেন সেখানে অল্প কিছু টাকা রয়েছে। ঘটনার সম্পর্কে মেয়েটির মা চাইনিজ টিভি স্টেশন এলিফ্যান্ট নিউজকে বলেন, 'আমি কখনোই ভাবিনি একটি ১৩ বছরের মেয়ে এটা করতে পারে, আমি বিভ্রান্তিতে আছি; আমার মাথা মনে হচ্ছে বিস্ফোরিত হতে যাচ্ছে।‘

এই বিশাল পরিমাণ অর্থ হারিয়ে নিঃসন্দেহে সেই ছাত্রীর বাবা-মায়ের মাথায় হাত দেওয়ার মতোই অবস্থা হয়েছে, কিন্তু সেই ছাত্রীর নাম বা ছবি জাতীয় পর্যায়ে কোথাও প্রকাশ না করতে অনুরোধও করেছেন তারা। কারণ স্থানীয় পর্যায়ে ঘটনাটি জানাজানি হওয়ার পর তার স্কুলের সহপাঠীরে টাকা চেয়ে তাকে ইতিমধ্যেই যথেষ্ট বিরক্ত করে ফেলেছে। তবে যা হওয়ার তো হয়েই গিয়েছে। তাই বাংলার বাবা-মায়েরা এই ঘটনা থেকে শিক্ষা নিন আর সাবধান থাকুন, সঠিক বয়সের আগেই সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়ার আগে আরও একবার ভাবুন। কারণ মোবাইল আপনার সন্তানকে আসক্ত তো বানাবেই পাশাপাশি এমন আর্থিক ক্ষতির মুখোমুখিও হতে পারেন।

 

১৭৪ পঠিত ... ১৭:৪০, জুন ১৯, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top