সারা বাংলাদেশ জুড়ে শামায়লা

২৬১ পঠিত ... ১৬:২৬, জুন ১২, ২০২৩

সারা-বাংলাদেশ-জুড়ে-শামালিয়া (1)

সাড়ে তিন বছর। ৬৪ জেলা। ১৭০+ উপজেলা। শামায়লা এহসান বাংলাদেশের ৬৪টি জেলা ঘুরে ফেলেছেন, তাও আবার মাত্র সাড়ে তিন বছরে! শামায়লার এই অভিযানে মুন্সিগঞ্জ, ফরিদপুর থেকে রাঙামাটির ঝর্ণা, বান্দরবানের পাহাড়, কোনোটিই বাদ পড়েনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স বিষয়ে চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন শামায়লা। মাত্র ২২ বছর বয়সে বাংলাদেশের আনাচ-কানাচ ঘুরে তিনি বড় হয়েছেন নানা অভিজ্ঞতা, রোমাঞ্চে আর বিশাল আনন্দ নিয়ে।

স্কুলে থাকতে বাবার পোস্টিং এর কারণে মাগুরায় যাওয়া হয় শামায়লার। সেই থেকেই ঢাকা ছেড়ে দেশটা ঘুরে দেখার ছোট্টখাট্টো ইচ্ছা জাগে ছোট্ট শামায়লার মনে। কিন্তু কলেজে উঠে ব্যস্ততার ভীড়ে ঠিক সময় করে ওঠা হতো না। বিশ্ববিদ্যালয়ে উঠে যখন ঘোরার সময়ের পাশাপাশি ইচ্ছেমতো এখানে-সেখানে চলে যাওয়ার সাহসটাও পেয়ে যায় শামায়লা, তখন একাই কিংবা বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তেন। বন্ধু ফারিন তাবাসসুম আর ফরহাত তারান্নুম মৃত্তিকাই ছিল তার মূল ঘোরাঘুরির সঙ্গী।

352305608_557264209892418_3504413175248939534_n

শামায়লার গত সাড়ে তিন বছরের বাংলাদেশ ঘোরা অভিযানের সবচেয়ে সুন্দর, চমৎকার ও অসাধারণ অভিজ্ঞতা ছিল রাত ৪টায় কক্সবাজারের মেরিন ড্রাইভ জুড়ে বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানো। ঘুটঘুটে কালো অন্ধকার রাতে বাস তাদের গন্তব্যে চলে এলে, অগত্যা ব্যাগ, লাগেজ নিয়ে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হয় তাদের। গভীর রাতে তিনজন একা মেয়ে একপাশে সমুদ্র রেখে নিজ দায়িত্বে হোটেলের পথ খুঁজে বের করতে গিয়ে যেই অদ্ভুত আর নতুন রোমাঞ্চ পায়, তা ছিল শামায়লার সবচেয়ে প্রিয়।

352686665_557264656559040_7304927593317659100_n

eআরকির পক্ষ থেকে শামায়লাকে কিছু eআরকি সুলভ প্রশ্নও করা হয়:

eআরকি: আপনার জেলা থেকে জেলা ঘুরে বেড়ানোকে সমাজের ভাষায় ‘টইটই’ করে বেড়ানো বলা হয়ে থাকে। এমন টইটই করে বেড়ানোর জন্য মানুষের কী কী কথা শুনতে হয়েছে?

শামায়লা: মানুষ কিংবা পরিবারে কথা এতোদিন না শুনলেও, ফেসবুকে এ বিষয়ে পোস্ট করার পর অচেনা, অপরিচিত লোকেরা ‘কেন মেয়েটি একা ঘুরে বেড়াচ্ছে’ মূলক নানা দুশ্চিন্তা প্রকাশ করেছেন! তাদের এমন দুশ্চিন্তা দেখে হাসবো না দুঃখ পাবো বুঝতে পারছিলাম না।

eআরকি: বাংলাদেশে মেয়েদেরকে বলা এক প্রচলিত কথা হলো, ‘বিয়ের পরে বরের সাথে ঘুরবে’। আপনি যে বিয়ের আগেই সব ঘুরে ফেললেন, এখন বিয়ের পর কী করবেন?

শামায়লা: এ নিয়ে আমিও আসলে চিন্তিত। বাপের বাড়ি থেকে শ্বশুড়বাড়ি ঘোরা ছাড়া আর কোথায় ঘোরা যায় ভেবে দেখতে হবে!

eআরকি: অনেক মেয়েই তো আপনার মতো পুরো বাংলাদেশটা ঘুরতে চায়। কিন্তু তাদের হয় সন্ধ্যা ৬টার মধ্যে বাড়ি ফিরতে হয়, নইলে ১০টার মধ্যে হলে যেতে হয়। আপনারও কী এমন কোনো কারফিউ ছিল?

শামায়লা: অমন কারফিউ না থাকলেও সকাল ৯টায় ঘুরতে বের হয়ে, সারাদিন ঘুরঘুর করে, টায়ার্ড হয়ে আমি এমনিই সন্ধ্যায় হোটেলে চলে যেতাম!

গত ১০ জুন শামালিয়া তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার ঘোরা ৬৪ জেলাতে তোলা ৬৪টি ছবি পোস্ট করেন। আসুন শামায়লার ছবির মধ্যে দিয়ে ঘুরে আসা যাক পুরো বাংলাদেশ।

352533361_557265239892315_1948918254140759928_n

353041011_557265346558971_3906005287816109553_n

353041966_557265206558985_4046326948592159502_n

353042598_557265076558998_267210770209095242_n

353046944_557264716559034_7886037427713750892_n

353410730_557265396558966_7368492907462890251_n

353414019_557265489892290_1015402428719947337_n

১০

353441259_557265443225628_7030799836749779688_n

 

২৬১ পঠিত ... ১৬:২৬, জুন ১২, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top