সিগন্যালে বসে হর্ন দিলে বিজয় সরণি কিংবা শাহবাগ জ্যামে আপনার হয়তো তেমন কিছু হবে না। যা হওয়ার মানুষের হবে। তাদের কানের বারোটা বাজবে। তবে মুম্বাইতে সিগন্যালে বসে অহেতুক হর্ন দিলে আপনারও বারোটা বেজে যেতে পারে।
মুম্বাই ট্রাফিক পুলিশ অহেতুক হর্ন দেয়া বন্ধ করার জন্য এক অভিনব ক্যাম্পেইন করেছে। সিগন্যালে দাঁড়িয়ে হর্ন দিলে তার সম্মিলিত কম্পাঙ্ক যদি ৮৫ ডেসিবেলের বেশি হয়, তাহলে ট্রাফিক টাইমিং রিস্টার্ট হয়ে আবার শুরু থেকে চালু হবে। আবার হর্ন দিলে আবারও হবে একই কাজ। ট্রাফিক টাইমিং এর মধ্যে হর্নের আওয়াজ ৮৫ ডেসিবেলের কম থাকলেই কেবল ছাড়া হবে সিগন্যাল।
যাবেন নাকি মুম্বাই? দেবেন নাকি হর্ন?
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন