টয়লেট টিস্যু সবসময় সাদা হয় কেন?

২৫১৮ পঠিত ... ১৪:১৮, জানুয়ারি ২৪, ২০২১

আমরা সবাই জীবনে সবচেয়ে বেশি দেখেছি সাদা রঙের টয়লেট টিস্যু। মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, কেন টয়লেট পেপার সবসময় সাদাই হয়?

এই প্রশ্নের উত্তর পেতে হলে প্রথমে বুঝতে হবে কীভাবে টয়লেট পেপার তৈরি করা হয়। 

সেলুলোজ ফাইবার থেকে টয়লেট পেপার বানানো হয়, যার উৎস সরাসরি গাছ বা পুরনো কাগজ। সেলুলোজ ফাইবারের সঙ্গে পানি মিশিয়ে পাল্প তৈরী করা হয়। এই মোল্ড থেকে বিভিন্ন ধাতব ও প্লাস্টিক পদার্থ আলাদা করে ফেলা হয়। টয়লেট পেপার প্রস্তুত প্রণালীর প্রথম অংশ অন্য যেকোন কাগজের মতোই। সেলুলোজ ফাইবার মূলত সাদা রঙেরই হয়। যে আঠালো পদার্থ এই ফাইবারগুলোকে পরস্পরের সঙ্গে যুক্ত রাখে, সেটির রং ব্রাউন। 

কিন্তু প্রসেসিংয়ের সময় যে ব্লিচ ব্যবহার করা হয়, তাতে এই রংটি চলে যায়। এইটুকু পর্যন্ত পড়ে যেটা বোঝা গেলা তা হচ্ছে সেলুলোজ ফাইবার এবং প্রস্তুতপ্রণালীর কারণে টয়লেট পেপারের রং সবসময় সাদা হয়। আবার, যেসব রিসাইকেল কাগজ থেকে টয়লেট পেপার বানানো হয়, তা মূলত অফিস ও প্রিন্টারের বাতিল কাগজ। এই কাগজগুলো ৯০ শতাংশ ক্ষেত্রেই সাদা হয়। পাল্প থেকে নরম তুলতুলে টিস্যু বানাতে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয়।

অনেকে মনে করেন নরম ও হাই কোয়ালিটির স্বার্থে টয়লেট পেপারকে সাদা করা হয়। কিন্তু বাস্তবে এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। অন্য যেকোন কালারের টিস্যুকেও একইরকম পাতলা ও নরম করা সম্ভব। এখন যদিও সারা বিশ্বে সাদা টয়লেট পেপারই সবাই ব্যবহার করেন, তবে পঞ্চাশের দশকে বিভিন্ন রংয়ের টয়লেট পেপারের প্রচলন ছিল। তখন মানুষ তাদের বাথরুমের রংয়ের সঙ্গে মিল রেখে টয়লেট পেপার কিনতেন। 

সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রচলন অতীত হয়েছে, কারণ রঙ্গিন টয়লেট পেপার অনেক ক্ষেত্রেই ত্বকের জন্য ক্ষতিকর এবং সেগুলোর উৎপাদন খরচ সাদার তুলনায় অনেক বেশি। যদিও দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের কোথাও কোথাও এখনো রেইনবো এবং কালো রংয়ের টয়লেট পেপারের চাহিদা আছে। অনেক টয়লেট পেপার একদম মসৃন না থেকে বিভিন্ন প্যাটার্ন প্রিন্ট করা থাকে। এতে টয়লেট পেপারের স্থিতিস্থাপকতা বাড়ে। 

২৫১৮ পঠিত ... ১৪:১৮, জানুয়ারি ২৪, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top