পাখিরা শুধু সকালেই কেন ডাকে?

১৪৮৮ পঠিত ... ১৮:০৪, নভেম্বর ১১, ২০২০

 

পাখির কিচিরমিচির আমরা সাধারণত সকাল বেলাতেই শুনি। অনেকের মনে হতে পারে পাখি হয়তো দিনের অন্য সময়েও ডাকে, কিন্তু নানা শব্দের মাঝে আমরা হয়তো সেটি শুনতে পাই না। 

না, পাখিরা সাধারণত সকালেই ডাকে। ইংরেজিতে এটিকে বলে dawn chorus. পাখিদের এ ডাক ভোর চারটা থেকে শুরু হয়ে কয়েক ঘন্টা পর্যন্ত চলতে পারে। সঙ্গীকে ডাকা এবং অন্য পাখিদেরকে সতর্ক করে দেওয়ার জন্য পাখিরা সকাল বেলা ডাকে। সকাল বেলা যেহেতু দৃষ্টিগোচরতা কম থাকে, তাই পাখিরা তাদের খাবার অন্বেষণসহ অন্যান্য দৈনন্দিন কাজ তখন করতে পারে না। এ সময়টাই তারা মনের সুখে গান গেয়ে কাটায়। 

আরেকটা থিওরি অনুসারে- ভোরবেলা ডাকের মাধ্যমে পাখিরা তাদের অন্যান্য সঙ্গীদের জানায় যে গত রাতে কোনো অঘটন ঘটেনি এবং তারা জীবিত ও সুস্থ আছে। 

বহু বছর ধরে বিজ্ঞাণীরা ধারণা করে আসছেন যে সকালের ঠান্ডা ও সতেজ আবহাওয়া পাখিদেরকে গান গাইতে উদ্বুদ্ধ করে। আরেকটি কারণ হিসেবে ধারণা করা হতো সকালের আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকায় তাদের ডাক অনেকদূর থেকে শোনা যাবে বলেই তারা সকালে ডাকে। কিন্তু ২০০৩ সালে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর একটি গবেষণায় এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। গবেষকরা চড়ুই পাখির ডাক রেকর্ড করে সকালে এবং বিকালে বাজিয়ে দেখেছেন, সেটি প্রায় একই দূরত্ব পর্যন্ত যায়।

১৪৮৮ পঠিত ... ১৮:০৪, নভেম্বর ১১, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top