ব্রিটিশ দার্শনিক ও সমাজকর্মী বারট্রান্ড রাসেলের ১৪টি উক্তি

২৪৫৯ পঠিত ... ১৬:২২, আগস্ট ২০, ২০২০

বারট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক। তিনি ইংল্যান্ডেই জীবনের অধিকাংশ সময় কাটালেও তার জন্ম হয়েছিল ওয়েলসে, সেখানেই তিনি ৯৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী ব্যক্তিত্ব। তিনি জাতিসমূহের মধ্যে মুক্ত বাণিজ্যে বিশ্বাস করতেন। রাসেল তার অহিংস মতবাদ প্রচারের জন্যে প্রথম বিশ্বযুদ্ধের সময় জেলবন্দী হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তিনি হিটলারের বিরুদ্ধে প্রচারণা চালান। সোভিয়েত টোটালিটারিয়ানিজম এবং ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার অংশগ্রহণের সমালোচনা করেন। পরমাণু নিরস্ত্রীকরণের পক্ষেও ছিলেন সর্বদা সোচ্চার।

১৯৫০ সালে রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন, যা ছিল তার 'মানবতার আদর্শ ও চিন্তার মুক্তি'কে ওপরে তুলে ধরা তার বহুবিধ গুরুত্বপূর্ণ রচনার স্বীকৃতিস্বরূপ। মোতাহের হোসেন চৌধুরী তার 'Conquest of Happiness' বইটি বাংলায় অনুবাদ করেন৷

বিখ্যাত এই ব্রিটিশ পলিম্যাথের কিছু উল্লেখযোগ্য উক্তি eআরকির পাঠকদের জন্য দেয়া হলো।

১. কোনও ব্যাপারেই পুরোপুরি নিশ্চিত হয়ো না।

২. চিন্তন প্রক্রিয়ায় কখনোই ‘প্রমাণ’ গোপন করার চেষ্টা করো না। কারণ প্রমাণকে চিরদিন লুকিয়ে রাখা সম্ভব নয়।

৩. ‘চিন্তা’ করার মানসিকতাকে কখনো নিরুৎসাহিত করো না। কারণ একমাত্র ‘চিন্তা’র মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব।

৪. যখনই তুমি বিরোধিতার মুখোমুখি হবে, এমনকি বিরোধীপক্ষ যদি তোমার স্বামী বা সন্তানও হয়, যুক্তিপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করো। কর্তৃত্বপ্রয়োগের মাধ্যমে নয়।

৫. অন্যের ‘কর্তৃত্ব’র উপর বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ রেখো না। কারণ সবসময়ই পরস্পরবিরোধী কর্তৃত্বের দেখা মেলে।

৬. যেসব মতামত তোমার কাছে ক্ষতিকর বলে প্রমাণিত হয়, তাদেরকে কখনোই বলপ্রয়োগের মাধ্যমে দমন করার চেষ্টা করো না। কারণ যদি তুমি তা করো তাহলে ওই মতামতগুলোই তোমাকে দমন করে ফেলবে।

৭. তোমার চিন্তাভাবনা ‘অদ্ভুত’ বলে ভীত হয়ো না, কারণ বর্তমানে প্রচলিত সমস্ত চিন্তাভাবনাই একসময় ‘অদ্ভূত’ ছিল।

৮. অপ্রত্যক্ষভাবে মতৈক্যে না পৌছে ভিন্নমত পোষণ করো।

৯. সত্যবাদী হও, এমনকি যদি সত্যটি অপ্রীতিকর হয় তারপরও। কারণ সত্য প্রকাশ করার চেয়ে সত্য লুকিয়ে রাখার চেষ্টাটি আরো বেশি অপ্রীতিকর।

১০. বোকার স্বর্গে বাস করাদের সুখ দেখে হিংসা করো না, কারণ ওই অবস্থাকে সুখ ভাবা একমাত্র ‘বোকা’দের পক্ষেই সম্ভব।

১১. বিবাহ হচ্ছে নারীর জন্য খুব সাধারণ একটি জীবিকা। সম্ভবত এক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও যৌনকর্মের পরিমাণ পতিতাবৃত্তির চেয়ে বেশি।

১২. ঘৃণা তৈরি করলেই প্রচারণা বেশি সফল হয়।

১৩. আমি কখনো নিজের বিশ্বাসের জন্য প্রাণ দেব না, কারণ সেটি ভুল হতে পারে।

১৪. বিশ্বের মূল সমস্যা হচ্ছে, বোকা এবং গোঁড়া লোকেরা সব সময় নিশ্চিত থাকে আর জ্ঞানী লোকেরা সব সময় সংশয়ে থাকে।

২৪৫৯ পঠিত ... ১৬:২২, আগস্ট ২০, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top