ফরাসি সাহিত্যিক গি দ্য মোপাসাঁর সেরা ১৫টি উক্তি

২৮৭০ পঠিত ... ২০:৩২, আগস্ট ০৫, ২০২০

গি দ্য মোপাসাঁ একজন বিখ্যাত ফরাসি কবি, গল্পকার ও ঔপন্যাসিক। বিশ্বসাহিত্যের একজন  দিকপাল। অনেকের মতে আধুনিক ছোটগল্পের জনক। এডগার এলান পো, আন্তন চেখভের মতো বিশ্বসেরা গল্পকাররা মোপাসাঁর লেখা দিয়ে গভীরভাবে প্রভাবিত ছিলেন। 

১৮৫০ সালের ৫ আগস্ট ফ্রান্সের নরম্যান্ডিতে জন্মগ্রহণ করেন এই মহান সাহিত্যিক। তার রচনাবলি থেকে কিছু মূল্যবান উক্তি পাঠ করা যাক৷ 

১.
অদ্ভুত এক শিল্প এই মিউজিক- সবচেয়ে কাব্যিক আর নিখুঁত, স্বপ্নের মতো অস্পষ্ট অথচ বীজগণিতের মতো যথাযথ। 

২.
অতীত আমাকে আকর্ষণ করে, বর্তমান আতঙ্কিত করে, কারণ ভবিষ্যতে রয়েছে অমোঘ মৃত্যু। 

৩.
প্রেমে অসুখী হওয়া বিবাহিত জীবনে অসুখী হওয়ার চেয়ে ভালো, তবে কিছু মানুষ দুটোতেই অসুখী হওয়ার ক্ষমতা নিয়ে জন্মায়। 


জাতীয়তাবাদ এক ধরণের ধর্মের মতো; এটি সেই ডিম যা থেকে জাতিরাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ ফুটে বের হয়। 

৫.
অন্ধদের রাজ্যে এক চোখের লোকটিই রাজা হয়। 

৬.
জীবনে একমাত্র ভালো জিনিসের নাম ভালোবাসা। অথচ সেটিকেও কি ভুলই না বুঝি আমরা, নষ্ট করি। আমরা ভালোবাসাকে পূতপবিত্র গম্ভীর কিছু বানিয়ে রাখি আমরা অথবা পোশাক কেনার মতো বাজার থেকে কিনতে চাই।  

৭.
আতঙ্ক প্রকাশ্য দিবালোক নয়, রাতের অন্ধকারে ভালো টের পাওয়া যায়। 

৮.
মেধাবী ভাব ধরা কঠিন কিছু না, দুশ্চিন্তা করবেন না। মূল ব্যাপারটা হলো কোনো কিছুতে আপনার অজ্ঞতা প্রকাশ করবেন না। 

৯.
আমাদের স্মৃতির দুনিয়া বিশ্বব্রহ্মাণ্ডের চেয়েও নিখুঁত: এই পৃথিবী সেইসব প্রিয়জনকেও ফিরিয়ে দেয়, যারা এখন আর পৃথিবীতে নেই।  

১০.
জীবনে যেসব মানুষের সাথে আমাদের মেলামেশা হয় তারাই আমাদের জীবনকে যাপনের যোগ্য বা অযোগ্য করে তোলে৷ 

১১.
ভ্রমণ, স্বপ্নের মতোই, আমাদেরকে নতুন নতুন পৃথিবীর সন্ধান দেয়।

১২.
যতরকম অনুরাগ আছে, আমার কাছে একমাত্র শ্রদ্ধার্ঘ হলো খাদ্যের প্রতি অনুরাগ৷ 

১৩.
বাজে ধরণের দুশ্চিন্তা আপনার শরীরকে রোগ ব্যাধির চেয়েও অনেক সময় বেশি কাবু করে ফেলতে পারে। 

১৪.
সবকিছুই ভুয়া, সবকিছুই সম্ভব, সবকিছুই সংশয়পূর্ণ। 

১৫.
মহান শিল্পী তারাই যারা তাদের ব্যক্তিগত ভিশনকে মানবজাতির ভিশনে পরিণত করতে পারে৷

২৮৭০ পঠিত ... ২০:৩২, আগস্ট ০৫, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top