অলসতা নিয়ে ১২টি আলস্যমাখা উক্তি : অলসতার কারণে না পড়ে এড়িয়ে যাবেন না যেন

৫৭৭৩ পঠিত ... ১৬:৩৬, এপ্রিল ০৯, ২০২০

১#
আমাদের ব্যর্থতার কারণ কেবলমাত্র নিজেদের অলসতা নয়; ওখানে অন্যদের পরিশ্রমও আছে।
জুলস রেনারড

২#
যে মানুষ এমনকি চুমুটাও খায় দূর থেকে ছুঁড়ে, তার থেকে অলস আর কিছু নেই!
বব হোপ

৩#


৪#
উন্নয়নটা আসলে অলস লোকেরাই আনে। তারা সবসময়ই কার্যোদ্ধারের একটা সহজ পথ খুঁজে বের করে।
রবার্ট হেনলেন

৫#
আমি শুনেছি যে কঠোর পরিশ্রম করে কেউ মরে না অন্তত। কিন্তু আমার কথা হলো, অত ঝুঁকি নেবার দরকারটা কী?
রোনাল্ড রিগ্যান

৬#
একাকীত্বকে আমি অলসতায় পরিণত করে ফেলতে পেরেছি।
বিল কালাহান

৭#
অলসতা হলো কর্মদক্ষতার প্রথম ধাপ।
প্যাট্রিক বেনেট

৮#
যদি অনেকগুলো কাজের জিনিস উৎপাদন করা হয়, ওগুলো অনেক বেশি অকাজের মানুষ তৈরি করবে।
কার্ল মার্কস

৯#
একটা জায়গা নোংরা করে ফেলাটা খুবই সহজ, যদি ওটা তোমাকেই পরিষ্কার করতে না হয়।
ক্রিস জামি

১০#
ঘুম বাদ দিয়ে কাজে যাও। মরার পরে ঘুমানোর যথেষ্ট সময় পাবে।
মাইকেল ব্যাসে জনসন

*অলসতার কারণে ১১ আর ১২ নম্বর উক্তিটা আমরা দিতে পারিনি... খুব আলসেমি লাগছিল...

৫৭৭৩ পঠিত ... ১৬:৩৬, এপ্রিল ০৯, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top