রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির রচনাবলি থেকে ২০টি দুর্দান্ত উক্তি

৩৩৫৪ পঠিত ... ১৪:৫৭, ফেব্রুয়ারি ০৯, ২০২০

ফিওদর দস্তয়েভস্কি শুধু রুশ সাহিত্য না, বিশ্বসাহিত্যেরই দিকপালদের একজন। চলুন পড়া যাক তার রচনাবলি থেকে কিছু মুল্যবান বচন।

 

১.
নরক কী? আমার ধারণা, নরক হলো ভালোবাসতে না পারার যন্ত্রণা। 

২.
আপনি বেচে আছেন, অথচ বলার মতো একটা গল্প আপনার নাই, তা কী করে হয়? 

৩.
লোকে সবচেয়ে বেশি ভয় পায় নতুন একটা শব্দ উচ্চারণ করতে, নতুন কোনো পদক্ষেপ নিতে। 

৪.
মানুষ কারও প্রেমে পড়া অবস্থাতেও ঘৃণা করতে পারে।  

৫.
হোক তা ভুল বা ঠিক, মাঝে মধ্যে ভেঙেচুরে ফেলা আনন্দের। 

৬.
সৌন্দর্যই পৃথিবীকে বাঁচাবে। 

৭.
বুদ্ধিমান ও সংবেদনশীল মানুষের ক্ষেত্রে যন্ত্রণা ও দুর্ভোগ অনিবার্য।

৮.
বোকার স্বর্গে সুখী হওয়ার চেয়ে, করুণ প্রৃথিবীকে জানা আর অসুখী হওয়াও ভালো। 

৯.
আপনি যদি অন্যদের কাছে সম্মানিতে হতে চান, সবার আগে নিজেকে সম্মান করুন। নিজেকে সম্মান করার মাধ্যমে আপনি অন্যদের সম্মান করতে প্রভাবিত করেন। 

১০.
অপরাধীকে নিন্দা করার মতো সহজ কিছু নাই, সবচেয়ে কঠিন কাজ হলো তাকে বুঝতে চেষ্টা করা। 

১১.
বাস্তবে প্রেম কঠিন, ভীতিজাগানিয়া। স্বপ্নে মধুর। 

১২.
পুরো বিশ্ব জয় করতে চাইলে, আগে নিজেকে জয় করো। 

১৩.
কোনো জন্তু কখনও মানুষের মতো এতো শৈল্পিকভাবে, ছবির মতো নিষ্ঠুর হতে পারবে না।  

১৪.
শত শত সন্দেহ একটা প্রমাণ। 

১৫.
বড় সুখ হলো অ-সুখের উৎসের ব্যাপারে জানা। 

১৬.
কাপুরুষতার প্রথম লক্ষ্য অন্যের চোখে কেমন লাগবে তা নিয়ে ভাবিত থাকা। 

১৭.
কোনো সমাজ কতটা সভ্য তার বিচারের একটা ভালো মাপকাঠি হলো সেই সমাজের কারাগারের অবস্থা। 

১৮.
অন্যদের সঙ্গে মিথ্যার চেয়ে নিজেদের সঙ্গে মিথ্যা বলার প্রবৃত্তি মানুষের বেশি। 

১৯.
মানব জীবনের একটা রহস্য হলো পুরনো শোক ধীরে ধীরে মৃদু আনন্দ হয়ে ওঠে। 

২০.
এই পৃথিবীতে সত্যি উচ্চারণের মত কঠিন কিছু নেই, তোষামোদ  করার মতো সহজ কিছু নাই। 

৩৩৫৪ পঠিত ... ১৪:৫৭, ফেব্রুয়ারি ০৯, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top