যে জিনিসগুলো খেলে রোজা নাও ভাঙতে পারে

১২৯১ পঠিত ... ১৪:৫৬, এপ্রিল ১২, ২০২২

ja-khele-roja-vangena

রোজার সময় এমনকি রাতের বেলাতেও কিছু খেলে চমকে চমকে উঠতে হয়। এই রে… রোজার মাঝে ভুলে খেয়ে ফেলছি না তো?

কিন্তু এমন কিছু জিনিসও আছে, যা রোজার মাঝে খেলেও রোজা ভাঙার কোনো সম্ভাবনা নেই। কী সেই জিনিসগুলো? চলুন দেখে আসি…

 

আছাড় খেলে: আছাড় খেলে বড়জোর আপনার কোমর ভাঙতে পারে। রোজা ভাঙার সম্ভাবনা খুবই কম। সুতরাং, রোজা রেখে ক্লান্ত লাগলে একটু আছাড় খেয়ে দেখতে পারেন।

 

প্যারা খেলে: অফিসে বস প্যারা দিচ্ছে, বাড়িতে বউ/জামাই প্যারা দিচ্ছে। রোজা ভাঙবে না। ইচ্ছে মতো প্যারা খান ও নিশ্চিন্তে অন্যকে প্যারা দিতে পারেন।   

 

ল্যাদ খেলে: অনেক কাজ বাকি আপনার। প্রেজেন্টেশন জমা দেওয়ার ডেডলাইন এগিয়ে আসলেও আপনি আলসেমি করছেন, ল্যাদ খাচ্ছেন। এতে আপনার রোজা ভাঙবে না ঠিকই কিন্তু ঠিক সময়ে প্রেজেন্টেশন জমা না দেয়ায় আপনার প্রতি বসের বিশ্বাস ভেঙ্গে যেতে পারে।  

 

সেন্টি খেলে: আপনার বেস্টফ্রেন্ড একটা গোপন কথা বলতে গিয়েও বললো না। আপনি সেন্টি খেলেন। অথবা আপনার লেইম জোক শুনেও বন্ধু একটুও হাসলো না, আবারো সেন্টি খেলেন। খেতে থাকুন, রোজা ভাঙবে না।

 

থতমত খেলে: সামনে আপনার ফাইনাল এক্সাম কিন্তু কোনো বিষয়ই পড়া হয় নাই৷ এই অবস্থায় আপনি থতমত খেলেন। খেতে থাকুন। কোন চিন্তা নেই।

 

প্রেশার খেলে: কাজ আর কাজ, বামদিকেও কাজ ডানদিকেও কাজ। এতো কাজের প্রেশার খেলেন সারাদিন তবুও রোজা কিন্তু বহাল তবিয়য়ে ঠিক থাকবে৷

 

ক্রাশ খেলে: সামনে দিয়ে হেঁটে গেল অচেনা কোনো মানুষ আর আপনার মনের ভেতর হালকা করে বেজে উঠলো ‘সুখের মতো ব্যথা’! অর্থাৎ, আপনি ক্রাশ খেলেন। বড়সড় ক্রাশ খাওয়ার পরেও আপনার রোজা কিন্তু ভাঙবে না!

 

ব্লক খেলে: ফেসবুকে কারোর উপর বিরক্ত হলে তাকে ব্লক দিতে চিন্তা করবেন না। ব্লক খেলে রোজা ভাঙে না।

১২৯১ পঠিত ... ১৪:৫৬, এপ্রিল ১২, ২০২২

Top