স্ত্রীর রান্নার প্রশংসা করলে কিংবা না করলে যেসব কথা শুনতেই হয়

২৯১৬ পঠিত ... ১৭:১৯, সেপ্টেম্বর ১৩, ২০২০

স্বামী-স্ত্রীর সম্পর্ক, পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং সমালোচিত সম্পর্ক। সংসারের খুঁটিনাটি বিষয় নিয়ে হুটহাট ঝামেলা বেধে যায়। কখনো খুনসুটি, কখনো ২/৩ দিন মুখ ভার করে রাখার মতো ঝগড়া! সেইসব ঝগড়ার টপিকে অন্যতম ভূমিকা পালন করে খাওয়া-দাওয়া ও রান্নাবান্না। বিশেষ করে যেসব পরিবারে স্ত্রীরা রান্না করেন, স্বামীদের জন্য থাকে নানান রকম ঝুঁকি! আমরা এখন দেখব, স্বামী যদি স্ত্রী রান্নার প্রশংসা করে, তাহলে কী শুনতে হয়। কিংবা না করলেও স্ত্রীর কাছে কী কী বাণী শুনতে হয়, সেগুলোও জানবো!



প্রশংসা করলে যা শুনতে হয়   

১# হ্যাঁ, হবেই তো। কার মেয়ের রান্না দেখতে হবে না? মায়ের রান্নার হাত পাইছি আমি। 

২# গেলা যাইতেছে না, তাই না? 

৩# ঢং রাখো। লিস্ট করে রাখছি। খেয়েদেয়ে তাড়াতাড়ি বাজারে যাও।     

৪# এইসব ধান্দা বাদ দাও! আজকে আমি খুব টায়ার্ড।   

৫# ওই খুকি দেখ তো, তোর বাবার আজকে মাথায় ডিস্টার্ব দিল নাকি?

৬# ফেলে আসা বা চলে যাওয়া কারও রান্নার কথা মনে পড়ল নাতো?! 

৭# ধন্যবাদ! এই উইকেন্ডে তুমি রাঁধবা!  



প্রশংসা না করলে যা শুনতে হয় 

১# গিলতেছে আর গিলতেছে। গরু নাকি তুমি? কিছু তো বলো? 

২# বউয়ের রান্নার প্রশংসা করবা কী? আমার রান্না খাওয়ার আগে কোনোদিন স্বাদের রান্না খাইলে না স্বাদ বুঝবা! 

৩# ওই, বাপ-মা তোমারে প্রশংসা করা শেখায় নাই? 

৪# একটা ছাগলরে খাইতে দিলেও বোধহয় ভালো খারাপ কিছু বলতো। 

৫# হোস্টেলের লবণ ছাড়া তরকারি আর আধা সিদ্ধ আলু খেয়ে অভ্যাস, বউয়ের রান্না ভালো লাগবে কেমনে! 

৬# কাল থেকে আর আমি রান্না করব না। বুয়ার রান্না যার বেশি ভালো লাগে সে বুয়ার রান্নাই খাক! 

৭# খাইলে খাও। না খাইলে নাই। তোমার প্রশংসা শুনতে চাচ্ছে কে!

 

২৯১৬ পঠিত ... ১৭:১৯, সেপ্টেম্বর ১৩, ২০২০

Top