স্বামীর সাথে রাগ করার পর বউদের যে ১৫টি পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক

৬৭২৩ পঠিত ... ১৫:৫৬, আগস্ট ১২, ২০২০

স্বামী-স্ত্রীর মধ্যে রাগারাগি হবেই। তবে সেই রাগ যদি বউয়ের হয়, তাহলে খুব সহজেই মিটমাট আশা করার বোকামিও কোনো স্বামীর করা উচিত না। তবে এই লেখাটি বউদের জন্য, স্বামীদেরকে পড়তে দেবেন না। স্বামীর সাথে রাগ করার পর আপনাকে কী কী জরুরি পদক্ষেপ নিতে হবে, জেনে নিন। পৃথিবীর সকল বউদের সুবিধার্থে এসব দুষ্টবুদ্ধি ভেবে বের করেছেন রুবিনা আখতারঅনিম ইউসুফ

 

১# তরকারিতে লবণ কম দিবেন। ঝাল বেশি দিবেন।

২# মাঝরাতে ঘুমের ঘোরে সেফটি প্রটেকশানে স্বামীকে হালকা ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিবেন।

৩# কথা বলা অফ করে দিবেন। কথায় কথায় বাপের বাড়ির ড্যাডি'স প্রিন্সেস হিসেবে যে যে রাজকীয় সুবিধা ভোগ করেছেন, তার ছিচকাঁদুনে ফিরিস্তি তুলে ধরবেন।

৪# ভং ধরে কান্নাকাটি করে স্বামীকে ইমোশনাল ব্ল্যাকমেইল করবেন। 'তুমি আমার সাথে এমন আচরণ করতে পারলে? ছি!' এটা অবশ্যই বলতে হবে। প্রয়োজনে গ্লিসারিন ব্যবহার করে, কান্নার প্রাবল্যতায় চোখের পানি, নাকের পানি একাকার করে ফেলতে হবে।

৫# স্বামীর শরীরে অহেতুক চিমটি, খামচি বা পিঠে মৃদু বালুসাই কিল বসিয়ে দিন।

৬# হাতে অথবা গালে কামড় বসিয়ে দিবেন।

৭# স্বামীর পকেট থেকে টাকা সরিয়ে পারিবারিক মাটির ব্যাংকে জমা করতে থাকুন।

৮# রাগ করে বাপের বাড়ি চলে যান। অথবা নিয়মিত হুমকি দিতে থাকুন, এটা বেশি কাজের।

৯# না খেয়ে থাকবেন। স্বামী হা করে তাকিয়ে থাকলে তার প্রতি ঘাড় ঘুরিয়ে, ঠোঁট বাকিয়ে হুম বলতে শিখুন। অপ্রয়োজনে ভেংচি কাটুন।

১০# কয়েকটা সিভিট খেয়ে ঘুমের ওষুধ খাবার ভান ধরে অজ্ঞান হয়ে যাবেন।

১১# জামাই রাগ ভাঙাতে এলে তেলে বেগুনে জ্বলে উঠবেন আপন শক্তিতে। রাগে ছ্যাতছ্যাত করবেন। খবরদার একদম আমায় ছোবে না, জায়গামতো এই ডায়লগ ঝেড়ে দেবেন। শব্দ হয় এমন তৈজসপত্র মাটিতে ছুড়ে ফেলে রাগের গভীরতা বোঝাবেন।

১২# কোন গিফট নিয়ে এলে আলতোভাবে নরম বিছানায় ছুড়ে ফেলবেন, যাতে সেই গিফট আঘাতপ্রাপ্ত না হয়। দুদিন পর যেন নির্বিঘ্নে ব্যবহার উপযোগী থাকে।

১৩# কী কারণে স্বামীর সাথে রাগ দেখাচ্ছেন তা ব্যাখ্যা করতে যাবেন না। যতটুকু সম্ভব নিজের কাছে লুকিয়ে রাখবেন। যতটা সম্ভব পাজল গেইমের মতো মূল বিষয় ঝুলিয়ে রাখুন।

১৪# স্বামীকে তার ভুল বোঝার এবং সব ভুলটুকু যে তারই, এটাকে উপলব্ধি করাতে সর্বাত্মক সাহায্য করুন। স্বামীকে বাধ্য করুন তার ভুল স্বীকার করতে। দশবার সরি বলার পর নিজেকে আস্তে আস্তে (একবারে না) স্বাভাবিক টেমপারে নামিয়ে আনুন।

১৫# সব সময় মনে রাখবেন, পরিস্থিতি যেমনই হোক, ওয়াইফ ইজ অলওয়েজ রাইট।

৬৭২৩ পঠিত ... ১৫:৫৬, আগস্ট ১২, ২০২০

Top