যে ১০টি কারণে আপনি আসলে একজন কাঁঠাল

১৭৫৭ পঠিত ... ২১:০৮, জুন ১৬, ২০২০

কাঁঠাল আমাদের জাতীয় ফল, সেটা সবারই জানা। তবে অনেকেই বুঝে উঠতে বদখত (তাদের মতে) এই ফলটি আমাদের জারীয় ফল কেন! বড়সড় মোটাসোটা, কাঁটাকাঁটা-আঠাআঠা এই ফলটি বিস্তর মানুষের অপছন্দ হলেও, অনেক মানুষের যে ভীষণ প্রিয় সে কথাও নিঃসন্দেহে বলে দেয়া যায়! কাঁঠালের কিছু অনন্য বৈশিষ্ট্যের কারণে তাকে না ভালোবেসে পারাও যায় না। আপনি হয়তো অবাক হবেন, সেসব কিছু বৈশিষ্ট্য আপনার মধ্যেও আছে। নিচে তাকিয়ে দেখুন কাঁঠালের কয়েকটি এক্সক্লুসিভ কোয়ালিটি, যেগুলো আপনার মধ্যে থাকলে আপনিও আসলে একজন কাঁঠাল...

 

১. আপনাকে এক নামে সবাই চেনে। কিন্তু আসলে কেউ পোঁছে না।

২. আপনাকে মানুষ খায়, ছাগলে এসেও খেয়ে যায়। তবু আপনি জসিমের মতো সবারই উপকার করেন।

৩. বাইরে দেখতে আপনি এবড়ো-থেবড়ো, বেসাইজ। ভেতরটা আপনার এক্কেবারে কোমল।

৪. আপনি মানুষকে একেবারে আপন ভেবে আঁকড়ে ধরেন। যে একবার আপনাকে ধরে, সে আর আঠা ছাড়াতে পারে না।

৫. কাঁঠালের যেমন বীচির সংখ্যা অনেক বেশি, আপনারও... আচ্ছা থাক। বলতে পারেন, কাঁঠালের মতোই আপনার অনেক সাহস।

৬. কাঁঠাল যেমন গাছের মগডাল থেকে গোড়া পর্যন্ত ধরে, আপনিও তেমন পা থেকে মাথা পর্যন্ত একজন উপকারী মানুষ।

৭. গরম পড়লেই আপনাকে রাস্তাঘাটে দেখা যায়। শীতকালে কই ঘাপটি মেরে থাকেন কেউ জানে না।

৮. ভালো খানা খাদ্যের আয়োজন করলে কেউ আপনাকে ডাকে না। যখন মুড়ি, পান্তাভাত এইসব থাকে, তখনই কেবল আপনার ডাক পড়ে।

৯. আপনার অনেক গুণ, কিন্তু ম্যাঙ্গো পিপলরা আপনার ধার ধারে না।

১০. কাঁঠালের মতোই আপনার বাসা যদি গ্রিন জোনে হয়, অফিস ইয়েলো জোনে। সবুজ আর হলুদে মাখামাখি। করোনার সময়ে সাধারণ ছুটিতে বাসায় থাকার সুযোগ আপনার নেই।

১৭৫৭ পঠিত ... ২১:০৮, জুন ১৬, ২০২০

Top