এই উচ্চমানের টয়লেটে কীভাবে টয়লেট করে? জেনে নিন ১০টি এক্সক্লুসিভ টেকনিক

২২৩৭ পঠিত ... ২২:১২, ফেব্রুয়ারি ০৬, ২০২০

ফেসবুকের হোমপেজে গত কিছুদিন ধরেই ঝুলে আছে একটা ঝুলন্ত টয়লেটের ছবি। সমুদ্রপৃষ্ঠ থেকে (এবং স্বাভাবিক সমতল থেকেও :3) কিছুটা উপরে অবস্থিত হওয়ায় এই টয়লেটে কীভাবে যায়, টয়লেট করার প্রসেস এবং এরপরের পোস্ট-প্রোডাকশন সম্পর্কে আপনাদের সবার মতো আমরাও কিছু জানতে ও বুঝতে পারি নাই।

কিন্তু জানেন তো, নানা মুনীর নানা মত। বুঝতে না পারলেও, মতামত দিতে তো সমস্যা নেই। ছবিটি গ্রুপে পোস্ট হওয়ার পর eআরকি করেন গ্রুপের মুনীরা জানিয়েছেন তাদের নানান আইডিয়া। আমরাও সেই সঙ্গে একটু মাথা চালিয়ে বের করেছি এই 'হাই' লেভেলের টয়লেটে কর্ম সম্পাদন করার একটা-দুইটা না, ১০টা টেকনিক। যদি কখনো কোন পরিকল্পিত ভ্রমণে অপরিকল্পিত প্রাকৃতিক সাড়া পেয়ে থাকেন আর আশেপাশে পেয়ে যান এমন ঝুলন্ত টয়লেট, তাহলে এই টেকনিকগুলো আপনার কাজে লাগবেই!

১# ব্যবহার করতে পারেন মই! মই নিয়ে উঠে কাজ সেরে আবার সেই মই বেয়ে নেমে যাবেন। আশেপাশে রেডিমেড মই না পেলে কাঠ কিংবা বাঁশ দিয়ে বানিয়ে নিতে পারেন। তবে সাবধান, গাছে তুলে মই কেড়ে নেয়ার মতো কেউ যেন টয়লেটে উঠিয়ে এরপর মই কেড়ে না নেয়!

২# আশেপাশে হেলিকপ্টার থাকলে হেলিকপ্টারের জানালা দিয়ে বের হয়ে দড়ি দিয়ে নেমে কার্য সম্পন্ন করতে পারেন।

৩# ছোটবেলায় স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘলম্ফ ও উচ্চলম্ফে আপনার দক্ষতা থাকলে সেটা কাজে লাগাতে পারেন। তবে লাফ দেয়ার সময় বাড়তি প্রেশারে যেন টয়লেটে পৌঁছনোর আগেই কাজ না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন।

৪# ভালোভাবে খেয়াল না করলেও দেখবেন টয়লেটের নিচে পিলার (নাকি দন্ড/পাইপ/খুঁটি?) আছে। এই পিলার ধরে রোপ ক্লাইম্বিং করে জয় করে ফেলতে পারেন এই সামান্য উচ্চতা। রক ক্লাইম্বিং জানা না থাকলে এখন থেকে শেখা শুরু করে দেন। তবে ক্লাইম্বিং করার সময় পিলারের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখবেন হলি শিট আছে কি না!

৫# বর্ষার সময় পানি থাকলে ব্যবহার করতে পারেন নৌকা। নৌকা নিয়ে সরাসরিই টয়লেটে ঢুকে যেতে পারেন, আবার নৌকা পাশে বেঁধে বা ভিড়িয়ে রেখে পশ্চাৎদেশটা হালকা টয়লেটের ভেতরে নিয়ে কাজটি করে ফেলতে পারেন।

৬# সুপারম্যান, স্পাইডারম্যান বা ঋত্বিক রোশনের সাথে যোগাযোগ করে অল্প কিছু ফি দিয়ে উড়া ও লম্ফঝম্ফ শিখে নিতে পারেন। এরপর আপনি নিজের তো টয়লেট করতে পারবেনই, অন্যদেরকেও কিছু টাকার বিনিময়ে রেগুলার এই টয়লেটে পৌঁছে দিতে পারবেন।

৭# রোদ্দুর রয়ের কাছ থেকে হাই হওয়ার কলা কৌশল জেনে নিতে পারেন। এরপর হাই হয়ে হাই টয়লেটে প্রবেশ করুন।

৮# একটা লাল দোপাট্টা সাথে রাখতে পারেন। হাওয়া মে উড়তা যায়ে মেরে লাল দোপাট্টা গানটা শুনে থাকলে তো জানেনই লাল দোপাট্টা হাওয়ায় উড়ে। লাল দোপাট্টার সাথে সাথে আপনিও উড়ে উড়ে গন্তব্যে পৌঁছাইতে পারবেন।

৯# টেলিকম দার্শনিক ও বন্ধুবিদ এয়ারটেল বলেছে, বন্ধুরা সাথে থাকলে কিছুই ইম্পসিবল না, পৃথিবীর সব কাজই সম্ভব। বন্ধুদের দিয়ে বানিয়ে ফেলুন মানব মই। এরপর এই মানব মই চড়ে সেরে ফেলুন কর্ম।

১০# উপরের কোন পদ্ধতিতে কাজ সারতে না পারলে কষ্ট করে আর উপরে উঠার দরকার নাই। যা করার নিচেই করুন। দেখতেই পাচ্ছেন আশেপাশে লোকজন নাই। আর লোকজন থাকলে হাতের কাছে থাকা কাপড় দিয়ে নিচের পিলারের সাহায্যে পর্দা করে নিন।

২২৩৭ পঠিত ... ২২:১২, ফেব্রুয়ারি ০৬, ২০২০

Top