ফটোশপে ইমরান তাহিরের ৮ প্রকার 'ম্যারাথন দৌড়' উদযাপন

৫৮৭ পঠিত ... ১৫:৩৭, জুন ০৩, ২০১৯

ক্রিকেটপ্রেমীরা বোলারদের নানান রকম উদযাপনের সাথে পরিচিত। কেউ উইকেট পেয়ে বল ছোড়েন আকাশে, কেউ ছোড়েন হাত-পা, কেউ বা নানান ভঙ্গীতে দাঁড়িয়ে, হাত তুলে কিংবা নেচে প্রকাশ করেন উইকেট জেতার আনন্দ। তবে সাম্প্রতিক সময়ে আলোচনায় আছে দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহিরের ম্যারাথন দৌড়! উইকেট পেলেই তিনি দু হাত ছড়িয়ে যেন ছুটে চলেন অজানার উদ্দেশ্যে, মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে যেন ভিক্টরি ল্যাপ নিতে চান!

ইমরান তাহিরের এই দৌড়কেই একটু ফটোশপের মাধ্যমে একটু অন্য চোখে দেখার চেষ্টা করেছেন eআরকির ম্যারাথন বিশেষজ্ঞ দল।

১#

 

২#

 

৩#

 

৪#

 

৫#

 

 

৬#

 

৭#

 

৮#

 

৫৮৭ পঠিত ... ১৫:৩৭, জুন ০৩, ২০১৯

Top