এইটা কি আউট? দেখুন eআরকির ফোর্থ আম্পায়ারদের ১০টি ডিসিশন

৮৫৮ পঠিত ... ১৫:৪২, এপ্রিল ০১, ২০২১

ক্রিকেটের চিরায়ত নিয়ম, স্ট্যাম্পের বেল না পড়া পর্যন্ত কোন আউট হবে না (যদিও সেটা এখন পরিবর্তিত হয়েছে। বেল না পড়লেও স্ট্যাম্প যদি মাটিতে পড়ে যায় তাহলে আউট হিসেবে গণ্য হবে।) সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায়, ৩ স্ট্যাম্পের মাঝের স্ট্যাম্প পড়ে গেলেও বেল দুটি ধরাধরি করে স্ব-অবস্থানে বহাল আছে। স্বাভাবিকভাবেই, এটা আউট হবে কি না তা নিয়ে নানান তর্ক-বিতর্ক শুরু হয়। এই আউটের বিষয়ে সিদ্ধান্ত দিতে আমরা শরণাপন্ন হই eআরকির পাঠকদের। eআরকির ছলেই নানান মজার মজার সমাধান দেন তারা। চলুন দেখে আসি, কেমন ছিলো সেসব সমাধান।

eta ki out hobe

১# এইটা নির্ভর করছে ‘ব্যাটসম্যান কে’ তার উপর। ব্যাটসম্যান নিজে যদি ব্যাটের মালিক হয় তাহলে নট আউট। (মুক্তার খাতুন)

২# আন্তর্জাতিক ক্রিকেটে এটা আউট। তবে পাড়ার ক্রিকেটে আউট-নটআউট নির্ভর করছে মারামারির উপর। এক রাউন্ড মারামারির পর যারা জিতবে তারা সিদ্ধান্ত নিবে। (এ আর রাজু আহমেদ)

৩# পরবর্তী ব্যাটসম্যান যদি আমি হই, এবং আমিই যদি আম্পায়ার হই তাহলে এটা আউট। অন্যথায় নট আউট। (ইয়াসিন হোসেন সামির)

৪# দেখতে হবে ব্যাট-বল কার! ব্যাট-বল যার সে যদি এমন ফাঁদে পড়ে তাহলে কোন প্লেয়ার আউট বলে চিৎকার করার আগেই তার মুখ চেপে ধরে খেলা চালিয়ে যেতে হবে। (সাদমান সৌমিক)

৫# আমি বোলার হলে এটা আউট। আমি ব্যাটসম্যান হলে এটা জীবনেও আউট না। (ডি এম আরাফাত হোসাইন)

৬# সাধারণত এটা আউট হলেও টুর্নামেন্টের ফাইনাল হলে ভিন্ন কথা। বাকি দুই স্ট্যাম্প নিয়ে দু-পক্ষ মারামারি করবে। কমিটির মাথা ফাঁটবে। এরপর অনির্দিষ্টকালের জন্য ফাইনাল আঁটকে যাবে। (আতিকুর রহমান খান)

৭# এইসব ক্ষেত্রে একটু দূরে দাঁড়িয়ে থাকা বড় ভাইকে নিরপেক্ষ মেনে তার সিদ্ধান্ত চাওয়া হবে। উনি অনেকক্ষণ ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত দিবেন। সেই সিদ্ধান্ত নিয়ে আবার মারামারি করে যারা জিতবে তারাই সিদ্ধান্ত নিবে। (রাকিব হাসান) 

৮# আম্পায়ার প্রথমে আউট দিলে ব্যাটসম্যান তার বিরোধিতা করবে। এরপর আম্পায়ার নট আউট দিলে বোলার তার বিরোধিতা করবে। এরপর চাপে পড়ে আম্পায়ার আবার সিদ্ধান্ত পাল্টাবে। এরপর আম্পায়ারের মাথা ফাঁটিয়ে দিয়ে খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হবে। 

৯# দুপক্ষ মারামারির পর যারা হারবে, তারা রাতে মাঠে প্রাকৃতিক কর্ম সেরে দিয়ে যাবে। একদম লেভেল প্লেয়িং ফিল্ড। 

১০# ইনিংসের অন্য বল হলে আউট, কিন্তু প্রথম বলে এই ধরণের আউট হলে সেটা টেস্ট বল বলে চালিয়ে দিতে হবে। 

৮৫৮ পঠিত ... ১৫:৪২, এপ্রিল ০১, ২০২১

Top