বইয়ের নাম গল্পের সাথে সঙ্গতিপূর্ণ হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু অভিজ্ঞতা থেকে দেখা গেছে, নরমাল টাইপের নাম দিয়ে বই বের করে কোনো লাভ হয় না। এই যুগে কেউ হুমায়ূন আহমেদ না যে লেখকের নাম দিয়েই বই চলবে। বইমেলাতে বই বের করলে তাই নাম হওয়া উচিত সেই লেভেলের আকর্ষণীয়! কয়েকটা নাম সিলেক্ট করে রাখলাম, শুধু কপিরাইট করা বাকি। যেহেতু এখনো কপিরাইট করা হয়নি, সুতরাং প্রিয় পাঠক, আপনারাও এইসব নামে বই বের করে ফেলতে পারেন!
১#

২#

৩#

৪#

৫#

৬#

৭#

৮#
