কালিতুলির ইংকটোবারে বাংলাদেশি আর্টিস্টরা

২০৯৯ পঠিত ... ০৫:৪০, নভেম্বর ২৩, ২০১৭

ইংকটোবার! শব্দটা কখনও না শুনে থাকলেও শুনলে অনেকটা 'অক্টোবরের সঙ্গে সম্পর্কিত বলেই মনে হয়। যা মনে হয় তা ভুল তো মোটেই নয়।

ইংকটোবারের শুরুটা হয়েছিল ব্রিটিশ আর্টিস্ট জেইক পার্কারের হাত ধরে। ২০০৯ সাল থেকে তিনি অক্টোবর মাসে কালি আর তুলি দিয়ে টানা ৩১ দিনে ৩১টা ছবি আঁকার চ্যালেঞ্জ শুরু করেছিলেন, নিজের দক্ষতা বাড়ানোর জন্যই। এই চ্যালেঞ্জের সহজ সরল নিয়ম মাত্র তিনটা – কালি, তুলি, কলম ইত্যাদি দিয়ে ছবি আঁকা, সেটার ছবি তোলা এবং সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ইংকটোবার অর্থাৎ #inktober জুড়ে দিয়ে পোস্ট করা। ফেসবুক আর ইনস্টাগ্রামের কল্যাণে তার এই চ্যালেঞ্জ রীতিমতো ভাইরাল হয়ে যায়, ২০১০ থেকে পৃথিবীর নানান প্রান্ত থেকে বিভিন্ন প্রফেশনাল ও অ্যামেচার আঁকিয়ে অক্টোবর মাসে এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করা শুরু করে। এখন তো রীতিমতো পৃথিবীজুড়ে উৎসব আকারে পালন করা হচ্ছে এই ইংকটোবার।

এই কালিতুলির উৎসবে অংশগ্রহণে বাদ যায়নি আমাদের বাংলাদেশি আঁকিয়েরাও। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন দেশের অনেকেই এই চমৎকার উৎসব সম্পর্কে জেনে ৩১ দিনে ৩১টা ছবি আঁকতে ঝাঁপিয়ে পড়েছেন তাদের কালিতুলির অস্ত্রসশ্ত্র নিয়ে। সেরকমই কয়েকজন আঁকিয়ের ইংকটোবার আঁকিবুঁকিভক্ত পাঠকদের জন্য নিয়ে এসেছে eআরকি।

মেহেদী হক-এর ‘কিবুকির অ্যাডভেঞ্চার’
কিবুকি ( আঁকিবুকির ‘আঁ’ বাদ দিলে যা থাকে) তার পোষা প্রাণি ‘লুপ’কে হারিয়ে ফেলেছে। তার খোঁজে অ্যাডভেঞ্চারে বের হয় কিবুকি। সাথে লুপের ছবি আর প্রিয় আস্ত্র। শেষপর্যন্ত লুপকে খুঁজে পাওয়ার কাহিনী নিয়েই কার্টুনিস্ট ও কমিকবুক আর্টিস্ট মেহেদী হক এঁকেছেন তার ইংকটোবার।

তাঁর ইংকটোবরের আরও কিছু ছবি দেখা যাবে এই লিংকে - https://www.facebook.com/MehediHaqueCartoons/

আসিফুর রহমান-এর দিনলিপি
ফ্রিল্যান্স আর্টিস্ট হিসাবে শোনা অনেক কমন একটা প্রশ্ন হলো ‘আপনি কী করেন সারাদিন?' সেটার উত্তর জানাবার জন্যই আর্টিস্ট আসিফুর রহমান তার সারাদিনের দিনলিপি এঁকেছেন ইংকটোবারের সারামাস ধরে। তাঁর ইংকটোবরের ছবিগুলো দেখা যাবে এই লিংকে - https://www.facebook.com/pg/artsbyrats/photos/?tab=album&album_id=1917165404962061

প্রসূন হালদারের ‘আমাদের মেয়েরা'
আমরা ডিজনি প্রিন্সেস বা সুন্দর একটা মেয়ে অ্যানিমেশন চরিত্র বলতে সব সময় দেখে এসেছি বিদেশিনীদের। কিন্তু আমাদের উপমহাদেশের মেয়েদের আমরা কখনোই এমনভাবে দেখিনি। আমাদের মেয়েরা সুন্দর ও তাদের আছে অনেক স্বতন্ত্র কর্মকান্ড যা পশ্চিমের দেশগুলোতে খুঁজেই পাওয়া যাবে না, যেমন আমাদের মেয়েদের একতারা বাজানো, বর্ষার দিনে কচু পাতাকে ছাতা বানিয়ে ফেলা, তাদের মাছ-ভাতের সাথে সম্পর্ক ইত্যাদি। এগুলা কেবলই তাদের নিজেদের, যা হাজার বছর ধরে চর্চা হয়ে আসছে। চারুকলার সম্মান চতুর্থ বর্ষের ছাত্র প্রসূন হালদার এবারে সে সব কর্মকান্ডকে পশ্চিম আর পূর্বের আঁকার স্টাইলের একটা মেলবন্ধন ঘটিয়ে দর্শকদের সামনে উপস্থাপন করেছেন।

আসিফুর রহমানের ইংকটোবরের ছবিগুলো দেখা যাবে এই লিংকে - https://www.facebook.com/prosun.page/

রাফিউজ্জামান রিদমের ‘গেম অব থ্রোনস'
চারুকলার ছাত্র রিদম প্রতিবারই খুব সিরিয়াসলি ইংকটোবার পালন করেন। গতবার ৩১ দিনে ৩১টা মারভেল কমিক্সের ক্যারেক্টার এঁকেছিলেন, সেই ধারাবাহিকতায় এবার এঁকেছেন ৩১ জন গেম অব থ্রোনসের ক্যারেক্টার। তার ইংকটোবারের ছবিগুলি দেখা যাবে এই লিংকে- 
https://www.facebook.com/rhythom.west.side/media_set?set=a.10210702444292733.1073741859.1097664911&type=3

মোরশেদ মিশুর ‘জসীম অ্যান্ড হিজ ফার্ট’
ইংকটোবারের প্রতিদিনের টপিকের ওপর ভিত্তি করে একটা গল্প বলার চেষ্টা চালিয়েছেন তিনি। গল্পের নাম ঠিক করেছিলেন "জোশিম এন্ড হিজ ফার্ট"। রাস্তার ময়লা কুড়ানো একটা পথশিশু ও তার সুপারপাওয়ার সমৃদ্ধ ফার্ট (অর্থাৎ, বায়ুত্যাগ!) নিয়েই মূলত গল্পটি। যেখানে এক পর্যায়ে ভিলেন হিসেবে 'এন্টি-ফার্ট' এর আবির্ভাব ঘটে। এতটুকু জানিয়ে তিনি আমারে 'জী ধন্যবাদ’ জানাতেও ভোলেন নি! 

তার ইংকটোবারের ছবিগুলো দেখা যাবে এই লিংকে - https://www.facebook.com/morshedmishu29

ফারিহা যাহিনের সচিত্র গান
আর্টিস্ট ফারিহা যাহিন তার ইংকটোবারে অলংকরণ করার চেষ্টা করেছেন তার প্রিয় কিছু গান।

নাহফিয়া জাহান মুন্নির ‘লিটল মন’
মুন্নি তার ইংকটোবার সিরিজ করেছেন নিজের আদলে গড়া ক্যারেক্টার ‘লিটল মন’ কে নিয়ে। তার নিজের জীবন, আশেপাশের মানুষজন আর চিন্তাভাবনা নিয়েই প্রতিদিনের ছবিগুলো এঁকেছেন তিনি। 

সুবিনয় মুস্তফী ইরনের বাংলা লেটারিং
ইরনের আগ্রহের জায়গা লেটারিং আর ক্যালিগ্রাফি। তাই আঁকিয়ে না হয়েও ইংকটোবারে অংশ নিয়েছেন তিনি, প্রতিদিন কালি আর তুলি দিয়ে বিভিন্ন বাংলা লেটারিং করেছেন।

 

মাহাতাব রশীদ-এর ‘বাংলা মিউজিক আর্টিস্টস'
মাহাতাব রশীদ অর্থাৎ আমি অক্টোবরের ৩১ দিনে এঁকেছি নিজের পছন্দের কিছু শিল্পীদের মধ্যে ৩১ জন শিল্পীকে।

চারুকলায় প্রদর্শনী
এ বছর ইংকটোবারে অংশগ্রহণকারী বাংলাদেশি শিল্পীদের ইংকটোবারের আঁকিবুঁকি নিয়ে চারুকলায় হয়ে গেছে 'ইংকটোবার শোডাউন' নামের একটি প্রদর্শনীও। 

চারুকলায় 'ইংকটোবার শোডাউন'-এর পোস্টার

বাংলাদেশি আর্টিস্টদের ইংকটোবারের কাজ আগ্রহ করে দেখছিলেন আঁকিবুঁকির ভক্তরা

২০৯৯ পঠিত ... ০৫:৪০, নভেম্বর ২৩, ২০১৭

Top