সিএনজি অটোরিকশা অ্যাপের মাধ্যমে চললে চালকরা নতুন যে সব অজুহাত দিতে পারেন

৩০৮৩ পঠিত ... ১৮:৪৫, নভেম্বর ২১, ২০১৭

সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতি পাঠাও-উবার ধরণের অ্যাপনির্ভর সার্ভিস বন্ধের পক্ষে আন্দোলনে নেমেছে। এরই মধ্যে জানা গেছে, মোবাইল অ্যাপ বাজারে আনতে যাচ্ছে আমাদের চিরপরিচিত 'মামা বিশ টাকা বাড়ায় দিয়েন' খ্যাত সিএনজি অটোরিকশা! অতীতে দেখা গেছে, সিএনজিতে মিটার সংযুক্তির পরেও চালকদের ভাড়া সমস্যার সমাধান করা যায় নি। সুতরাং অ্যাপনির্ভর সিএনজি অটোরিকশা চলে এলে চালকদের নিয়মিত বক্তব্য কিংবা অজুহাতগুলো কেমন হতে পারে, তাই ভেবেছে eআরকি।

৩০৮৩ পঠিত ... ১৮:৪৫, নভেম্বর ২১, ২০১৭

Top