বাংলাদেশের মানুষ যে সমস্যা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত

৬৩৯ পঠিত ... ২৩:২৮, অক্টোবর ১২, ২০২০

 

- আপনারা কোন দেশ থেকে এসেছেন?
- বাংলাদেশ।

- আচ্ছা, আপনাদের দেশের কথা বলুন। দেশটির অর্থনৈতিক কাঠামো কেমন?
- খুব নড়বড়ে। বাজেটে কেবল ঘাটতি আর বৈদেশিক দেনায় ডুবে আছে।

- রাজনৈতিক?
- গণতন্ত্র নামে আছে। ভোটাভুটির সিসটেম প্রহসনের মতো।

- হুমম। স্বাস্থ্যসেবা?
- খুব নাজুক। পর্যাপ্ত হাসপাতাল নেই। পাবলিক হাসপাতালের পরিবেশ শোচনীয়। সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে প্রচুর লোক মারা যায়। এই সেক্টরের দায়িত্বে থাকা হর্তাকর্তারা নিজেরাই নিজেদের সিস্টেমে ভরসা করতে পারে না। চিকিৎসার জন্য অন্য দেশে যায়।

- শিক্ষা?
- শিক্ষা বলতে তেমন কিছু নেই। পাবলিক পরিক্ষায় প্রায় সবাই ভালো গ্রেড পেয়ে পাশ করে যায়। স্কুলে লেখাপড়া তেমন হয়না। প্রাইভেট পড়ানোর বানিজ্য তুমুল আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্থান আন্তর্জাতিক তালিকায় তলানির দিকে।

- হুমম। খেলাধূলা?
- ক্রিকেট টিমটার পেছনে গত বিশ ত্রিশ বছর ধরে আমরা লেগে আছি। এরা বারবার সমর্থকদের হৃদয় ভেঙে চলছে। ফুটবল বা অন্য কোন খেলায় আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থান হাস্যকর।

- শিল্প সাহিত্য?
- চলচ্চিত্র অঙ্গনের দশা শোচনীয়। সাহিত্যচর্চা তেমন হয়না। বেস্ট সেলার লেখক কাশেম বিন আবুবকরের মতো লেখকেরা!

- আচ্ছা। ট্র্যাফিক সিসটেম?
- হাসালেন, ঢাকার ট্র্যাফিকের দূরাবস্থার কথা বলতে গেলে অল্প সময়ে হবেনা। ঢাকার রাস্তায় ট্র্যফিক জ্যামে বসে সেসব কথা বিস্তারিত বলতে হবে।

- দেশের প্রাকৃতিক পরিবেশের অবস্থা কি?
- দূষণের মাত্রায় আমরা আন্তর্জাতিক তালিকার একদম উপরের দিকে।

- মানুষের নৈতিকতার কি অবস্থা?
- আমরা ঘুষ না নিয়ে সাধারণত কাজ করি না। পরীক্ষায় সুযোগ পেলেই নকল করি, প্রশ্নপত্র ফাঁস করি। মিথ্যাকথা বলে যাই আর সেটা যে খুব খারাপ তা আর আমাদের তেমন মনে হয় না।

- আচ্ছা আপনাদের দেশের প্রতিটা সেক্টরেরই এত দূরবস্থা কিভাবে হলো? আপনারা দেশজুড়ে এত মানুষ, আপনারা তাহলে সারাদিন কি করেন?

- আমরা আসলে বেশিরভাগ সময়ই নিজেদের মধ্যে, আড্ডায়, সভায়, ওয়াজ মাহফিলে বা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে "নারীদের পোশাক কেমন হওয়া উচিত" এই বিষয় নিয়ে আলোচনা করে সময় কাটাই। কারণ পৃথিবীতে এটাই একমাত্র সমস্যা আর একমাত্র সমাধান। এর চেয়ে জরুরি ও আলোচনা ও গবেষণার যোগ্য বিষয় পৃথিবীতে আর কোন কিছুই নয়।

লেখা:তামান্না সুলতানা

৬৩৯ পঠিত ... ২৩:২৮, অক্টোবর ১২, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top