প্রাকৃতিক দুর্যোগ কম-বেশি পুরো পৃথিবী জুড়েই হয়ে থাকে। এর পেছনে প্রাকৃতিক কারণের পাশাপাশি মানুষের দায়ও রয়েছে। তবে দেশে দেশে প্রাকৃতিক দুর্যোগকে দুর্যোগ ভেবে তা ঠেকানোর জন্য নানামুখী বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করলেও আমাদের দেশের কতিপয় টি-স্টল বিজ্ঞানীরা সবসময় ভিন্ন মত জানান। দুর্যোগের পেছনে তারা সবসময় বিশেষ একটি কারণ খুঁজে পান। তাদের খুঁজে পাওয়া সেইসব কারণকে আমলে নিয়ে আমরা তাদের মত করে দুর্যোগ ঠেকানোর কিছু নিঞ্জা টেকনিক নিয়ে ভাবতে বসেছিলাম।
১# মেয়েদের জিন্স প্যান্ট পুড়িয়ে ফেলতে হবে। এক গবেষণায় দেখা গেছে, মেয়েরা জিন্স পরলে মাটির নিচের প্লেটগুলোর অনুভূতিতে আঘাত লাগে আর তারা কেঁপে কেঁপে উঠে ভূমিকম্প ঘটিয়ে দেয়।
২# মেয়েদের চুল কালার করাই ঘূর্ণিঝড়ের অন্যতম কারণ। এরা চুল কালার করে হাঁটলে এই ঢেউ খেলানো চুলের ফলে বাতাস বেড়ে যায়। পরে সেটা বাটারফ্লাই ইফেক্টের মাধ্যমে ঘূর্ণিঝড় তৈরি করে।
৩# বৃষ্টি কেন হয়? মেয়েরা ঘরের বাইর যায় বলেই। তাদেরকে ঘরে আটকানোর জন্যই কিন্তু এই পদক্ষেপ। কিন্তু এখনকার মেয়েরা চাকরি করে, বাইরে যায়, পড়ালেখা করে। এই বিশাল সংখ্যক মেয়েদের আটকানোর জন্য বেশি বৃষ্টি হয়। যার ফলে হয় বন্যা।
৪# মেয়েদের কথা বলা বন্ধ করে দিতে হবে। তাদের ডিকশনারিতে শুধু 'হ্যাঁ আর হু' থাকলে। সেটাও বন্ধ করে দিয়ে শুধু বিনয়ের সাথে মাথা হেলানোর সিস্টেম রাখলে ভালো। মেয়েরা এখন মুখে মুখে তর্ক করে বলেই দেশের এত ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস।
৫# এক গবেষণায় দেখা গেছে যে দেশে যত বেশি শিক্ষিত মেয়ে সে দেশে দুর্যোগের হার তত বেশি। মেয়েদের স্কুল, কলেজে যাওয়া বন্ধ করে দেয়ার পাশপাশি যারা ইতোমধ্যে শিক্ষিত হয়ে গেছে তাদেরও মেমোরি মুছে ফেলতে হবে।
৬# মেয়ে মানুষের এদিক সেদিক ঘুরতে যাওয়া বন্ধ করতে হবে। এরা এখানে সেখানে টই টই করে ঘুরতে গিয়ে আসার সময় সাথে করে বালা-মসিবত নিয়ে আসে।
৭# মেয়েদের টি-শার্ট পরার উপর নিষেধাজ্ঞা জারি করতে হবে। এরা টি-শার্ট পরলে আকাশের অনুভূতিতে আঘাত লাগে। যার ফলাফল বজ্রপাত। শত শত মানুষের মৃত্যু।
৮# এখন তো ঢাকাসহ অন্যান্য শহরে অনেক মেয়েরা বাইক চালায়, সাইকেল চালায়। এইসবের উপর নিষেধাজ্ঞা জারি না করলে প্রাকৃতিক দুর্যোগ কোনভাবেই ঠেকানো যাবে না। খেয়াল করলে দেখবেন, মেয়েদের এইসব বাইক টাইল চালানো শুরু করার আগে দেশে একদমই কোন দুর্যোগ ছিলো না।
৯# নাটক, সিনেমা, গান, নাচ এইসবে নারীদের অংশগ্রহণ বন্ধ করতে হবে। এইসব করবে ছেলেরা। মেয়েরা করলেই দেশে দুর্যোগ শুরু হয়।
১০# নিষেধাজ্ঞা আনতে হবে মেয়েদের ফেসবুক চালানোর উপরও। ফেসবুকে এসে তারা বেপর্দা ছবি টবি দেয়, যা দেখে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মত দুর্যোগগুলো নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। এসে আমাদের দেশে হামলা পড়ে।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন