সাম্প্রতিক সময়ের আলোচিত ব্যক্তি ডরিন চৌধুরী।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত, ডেইলি স্টারখ্যাত বহুল আলোচিত, পলিটিক্যাল এনালিস্ট এবং কলামিস্ট ডরিনের নাম এখন সবার মুখে মুখে। অনেকেই ডোরিনের ভক্ত বনে গেছেন, অনেকেই আবার তাকে পেতে চান নিজের করে। তবে মজার ব্যাপার হলো, আজ দুপুর ৩টায় এক বিশেষ স্যাটেলাইটের মাধ্যমে জানা গেছে, ডরিন চৌধুরীর সাথে সম্পর্কে জড়াতে চান ভানুসিংহও!
ভানুসিংহের আত্মা এ ব্যাপারে বলেন, ‘এতদিনে একটি পারফেক্ট মানুষ পেলাম। আমারও ইচ্ছা ছিল সারাজীবন মানুষের চোখের আড়ালে থেকে লেখালেখি করে যাব। তা আর হলো কই? তবে ডোরিনকে দেখে মনে হয়েছে আমি যা হতে চেয়েছিলাম, সে আসলে তাই-ই। এছাড়া আমাদের কেউই পৃথিবীতে নেই। দুজনেই এপাশের জগতে অস্তিত্বমান। আমাদের জন্য প্রেম আরও সম্ভাবনাময়...’ এতটুকু বলে গুণগুণ করে, ‘আমারও পরানও যাহা চায়’ গাইতে গাইতে উড়ে যান ভানুসিংহ।
তবে শুধু ভানুসিংহই নয়, গোপন সূত্রে জানা গেছে ডোরিনের দিকে আগ্রহী নীল লোহিত, কালকূট, যাযাবর, পরশুরামসহ আরও অনেকেই। তবে সবচেয়ে বেশি এফোর্ট দিচ্ছেন ধূমকেতু নামের এক আত্মা। তাকে প্রায়ই ডরিন চৌধুরীর উদ্দেশ্যে, 'আলগা করো গো খোঁপার বাঁধন...’ গাইতে শোনা যাচ্ছে। তবে অশরীরী নারীদের চুল থাকবে কি-না এ বিষয়ক কোনো সায়েন্টিফিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।