গতবছর জুন মাসে অনুষ্ঠিত হয়েছিলো eআরকি দিনের আলোয় আম নির্বাচন। সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বাংলার সেরা আমের ক্ষমতায় বসেছিলো আম্রপালি। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলো হিমসাগর।
২০২৩ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকেই বেঁকে বসেছে হিমসাগর। এক বিশেষ সাক্ষাৎকারে হিমসাগর জানায়, আম্রপালি ক্ষমতা না ছাড়লে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন হিমসাগর।
নিজের এক বক্তব্যে হিমসাগর বলেন, ‘এই ফ্যাসিবাদি, অত্যাচারী, ভোটচোর আম্রপালির অধিনে কোন নির্বাচন নয়। তারা দিনের আলোর ভোটে রাতের বেলা ভোট দেয়। এবার রাতের আলোর ভোটে দেখা যাবে দিনের বেলায় ভোট দিয়ে বসে আছে। আম্রপালিকে কোনো বিশ্বাস নাই।‘
গতবারের নির্বাচনের প্রসঙ্গ টেনে হিমসাগর বলেন, ‘গতবার আমাদের অনেক এজেন্টকে কেন্দ্র থেকে তারা বের করে দিয়েছে। একজনকে তো এতো জোরে ধাক্কা দিয়েছে যে ওর আঁটি পর্যন্ত বের হয়ে গেছে। এবার আমরা সেই রিস্ক নিতে চাই না।‘


