সবচেয়ে নোংরা ঘরের জন্য পুরস্কার পেল ব্রিটিশ তরুণী, বাচ্চারা এবার নিশ্চিন্তে ঘর নোংরা করতে পারো!

৩৬৫৩ পঠিত ... ১৪:৩১, মে ১১, ২০১৭

সবচেয়ে নোংরা ঘরের কোনো প্রতিযোগিতা থাকলে তুই ফার্স্ট প্রাইজ পাইতি'-  অগোছালো কিংবা নোংরা ঘরের জন্য যাদের নিয়মিত মায়ের এমন বকা শুনতে হয়, তাদের জন্য সুখবরই বটে। নোংরা ঘরের জন্য পুরস্কার জেতা আসলেই সম্ভব! সবচেয়ে 'নোংরাতম' ঘরের জন্য পুরস্কার জিতেছে ব্রিটিশ কিশোরী কুপার। পুরস্কারের অংকটাও বেশ, ৫০০ ইউরো! 

সম্প্রতি যুক্তরাজ্যে 'ব্রিটেন‌স ডার্টিয়েস্ট স্টুডেন্ট' নামের অদ্ভুত ধরনের এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। (কেউ আবার রাগ করে এটাকে 'নোংরা প্রতিযোগিতা' বলে বসবেন না!) এই প্রতিযোগিতার বিষয়বস্তুটিই ছিল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে কারা কত বেশি অপরিষ্কারভাবে বসবাস করে। এই অদ্ভূতুড়ে প্রতিযোগীতায় প্রথম হয়েছে ১৯ বছর বয়সী ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট অফ ইংল্যান্ডের আবাসন বিষয়ে অধ্যায়নরত কুপার।

কুপার ও তার থাকবার ঘর

তবে নিজের বুদ্ধিতে নয়, নিজের 'আন্তর্জাতিক লেভেলের' নোংরা ফ্ল্যাটের ছবি (যেখানে সে নিজে বসবাস করে, পরিত্যাক্ত নয়!) সে প্রতিযোগিতায় পাঠিয়েছিল তার বাবার বুদ্ধিতে! তিনি প্রথমবার মেয়ের সঙ্গে দেখা করতে এসে মেয়ের রান্নাঘরের অবস্থা দেখে রীতিমত হতবিহ্বল হয়ে পড়েন। বাবা তাকে রাগ করে 'তোর আসলে নোংরা ঘরের প্রতিযোগিতায় যাওয়া উচিৎ' ধরণের কিছু বলেছিলেন কিনা, আমাদের জানা নেই! তবে তার মেয়ে এই নোংরা ঘরের জন্যই জিতে নিয়েছেন পুরস্কার, তাতে তিনি খুশি হবেন না বেজার, সেটা একটা প্রশ্ন হতে পারে!

কুপারের রান্নাঘর

প্রতিযোগীতায় মোট ৯৮২টি ছবি জমা পড়েছিল, এর মধ্যে থেকে বিচারকরা কুপারের ছবিটিকে জয়ী ঘোষণা করেন। কুপারের ছবিটি রীতিমত বমির উদ্দ্রেক ঘটানো মত। রান্নাঘরের দিনের পর দিন ফেলে রাখা অপরিষ্কার হাড়ি পাতিল, পলিথিনে উপচে পড়া ময়লার খনি, খেয়ে ফেলে রাখা পিৎজার বক্সের স্তুপ, কি ছিল না তাতে? 

কুপারের রান্নাঘর

প্রতিযোগিতার পূরষ্কার হিসেবে জেতা ৫০০ ইউরো কুপারকে ফিফটি-ফিফটি পদ্ধতিতে বাবার সঙ্গে ভাগ করে নিতে বলেছে কুপারের বাবা। তবে তাতে নারাজ ব্রিটেনের সবচেয়ে 'নোংরাতম' ঘরের মালকিন! কারণটা যৌক্তিকই বটে, বাবার তা জেনে খুশিও হওয়ার কথা, দ্বিতীয় বর্ষে সে নাকি একটি পরিষ্কার বাসায় থাকতে চায়।

 

প্রতিযোগিতার মুখপাত্র ক্রিস্টিন ও‌‌ সুলিভান জানান, ‘৯৮২টি ছবি থেকে প্রতিযোগিতায় জয়ী ছবিটিকে খুঁজে বের করা সহজ ছিল না। এটাও সত্যি যে কিছু কিছু ছবির দিকে আমরা তাকাতে পারছিলাম না। দেখতেই বমি আসছিল আমাদের।’

নিচে অদ্ভুত 'নোংরা' (আক্ষরিক অর্থে!) এই প্রতিযোগিতার কয়েকজন রানার্সআপদের চোখ জুড়ানো ঘরের ছবি দেওয়া হল-

 

৩৬৫৩ পঠিত ... ১৪:৩১, মে ১১, ২০১৭

Top