দুইটার বেশি থাপ্পড় নয়, একটা হলে ভালো হয়: ক্রেতার উদ্দেশে জনৈক কোরবানির গরু

১৩৮৪ পঠিত ... ২০:০০, জুলাই ২৮, ২০২০

কোরবানির হাটে গিয়ে হুট করে খেয়াল করলাম, গরুর ডাক আসলে 'হাম্বা' না। গরুর ডাক হলো 'ঠাস, ঠুস'। কানের মধ্যে ঠাস, ঠুস বাজতে থাকায় আমাদের প্রতিনিধি হৃষ্টপুষ্ট এক গরুকে জিজ্ঞেস করেই বসলেন, বইতে কি তবে ভুল লিখেছে? আপনাদের ডাক 'হাম্বা' না, আপনাদের ডাক তাইলে 'ঠাস, ঠুস'?

বেশ রাগী চেহারা করে গরুটি বললেন, 'বইতে ভুল লেখে নাই! আপনারা ভুল প্রমাণ করে দিয়েছেন। যে যেমনে পারছে পাছায় থাপ্পড় দিচ্ছে। থাপ্পডের শব্দে আমাদের 'হাম্বা' ডাকটা বাতাসে মিলিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে হয়তো আমাদের 'হাম্বা' ডাকটা আমরাও ভুলে যাবো। কোন এক রাতে বাজার থেকে বাসায় যেতে যেতে হয়তো আমাদের মুখ দিয়েও 'হাম্বা'-র পরিবর্তে ঠাস, ঠুস ডাক বের হওয়া শুরু করবে।'

পাছায় থাপ্পড়ের বিষয়টা মানবিকতার সীমা লঙ্ঘন করে ফেলেছে উল্লেখ করে থাপ্পড় নিয়ে একটা নীতিমালাও চান বলে জানালেন এই সিনিয়র গরু। ক্রেতাদের উদ্দেশে তিনি বলেন, 'দুটির বেশি থাপ্পড় নয়, একটি হলে ভালো হয়'। বাজারের অন্যান্য গরুরা দুইবার 'হাম্বা' বলে এই দাবির প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন।

যদিও ষাড় প্রজাতির কিছু গরু একটু রেগে যান। সিনিয়র গরুসহ অন্যান্যদের উদ্দেশে এক ষাড় বলেন, 'এত অনুরোধের কিছু নাই। কোন থাপ্পড়ই হবে না। যে থাপ্পড় দিবে সে ঠুস খাবে। হিসেব ক্লিয়ার।'

ষাড়গুলোকে শান্ত করার আশ্বাস দিয়ে সিনিয়র গরু আরো বলেন, 'মাইনষের থাপ্পড়ের ভাই আন্দাজ নাই। থাপ্পড় দিতেছে গরুকে, ওরা ভাবে দিতেছে গন্ডাররে। আরেহ ভাই, মোলায়েম কইরা থাপ্পড় দিলে তো আমাগো বডি মাসাজই হইয়া যাইতো।'

থাপ্পড় দিয়া আসলে কী বুঝে তারা? এমন প্রশ্ন রেখে এই সিনিয়র গরু বলেন, 'কাউকে জিজ্ঞেস কইরা দেখেন। থাপ্পড় কেন দেয় বলতেই পারবে না।'

এদিকে মেলায় কয়েকজন অবজারভার গরুর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, থাপ্পড় দেয়ার হারে এগিয়ে হাটে আসা সিজনাল মানুষেরা। বিশেষ করে বাবা, চাচা, দাদাদের সাথে আসা কিশোর, যুবকেরা। এদেরকে বাজারে না আনার অনুরোধ জানিয়ে এই সিনিয়র গরু বলেন, 'এই পিচ্চিপাচ্চা আর জোয়ান দামড়াগুলা দুই থাপ্পড় দিয়ে কিছু বুঝে না, ৮-১০ থাপ্পড় দিলেও বুঝে না। তাও থাপ্পড় দিতেই থাকে দিতেই থাকে। বাজারে যতক্ষণ থাকে। যেটা কিনবে ওইটারেও থাপড়ায়, যেইটা কিনবে না ওইটারেও থাপড়ায়।'

এজন্যই বাজারে আসলে এরা বেশি গরুর লাথি উষ্ঠা খায় বলেও জানান জনৈক গরু।

আপনারা লাথি উষ্ঠা দেন কেন? আমাদের প্রশ্নে উত্তেজিত এক ষাড় গুতা দেয়ার হুমকি দিয়ে বলেন, 'আসেন ভাই, আপনার পাছায় লেঞ্জা দিয়া কষাইয়া কয়ডা বাড়ি দেই। হেরপর আপনারে জিগাই...'

১৩৮৪ পঠিত ... ২০:০০, জুলাই ২৮, ২০২০

Top