সম্প্রতি ভারতে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, ২০২৪এর ভারতীয় লোকসভা নির্বাচনে বিজেপি ও নির্বাচন কমিশন (ইসি) মিলে ভোট চুরি করেছে। এতে ভারতীয় রাজনৈতিক পরিমণ্ডলে হইচই শুরু হলেও শেখ হাসিনার লুটিয়েন্স বাংলোতে শুরু হয়েছে উৎসবের আমেজ।
ফাঁস হওয়া এক ফোনালাপে হাসিনাকে বলতে শোনা গিয়েছে, দেশে তো অনেকদিন ধরেই প্রো লেভেল পারফরম্যান্স দিয়েছি, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়া ছিল স্বপ্ন। অবশেষে মোদী ব্রোয়ের হাত ধরে সেটাও হয়ে গেলো, ব্রো আমার মান রেখেছে। ভোটচুরিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসতে পেরেছি, আমি গর্বিত। এভাবে ভোটচুরি চলমান থাকলে, পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে জোট বেধে নির্বাচনও করে ফেলতে পারি, চিয়ার্স।
অন্যদিকে এই ঘটনা উদযাপন করতে গিয়ে যুক্তরাস্ট্র থেকে লাল পানি হাতে লাইভে এসে হাসিনাপুত্র জয় বলেন, আমি আগেই বলেছিলাম আমাদের পর বাংলাদেশের জনগণের কী হবে সেটা আমাদের দেখার বিষয় না, আভি ভারত কা জনগণ কে বারেমেই সেফ হাম সোচেঙ্গে, খেলা হবে, peace।
এদিকে পশ্চিমবঙ্গের কিছু ভোটারও উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, যদি বাংলাদেশি টেকনিক এখানে আসে, তাহলে ভোটের দিন দাদা, মটন কষা খেয়ে আরামে ঘুম দিতে পারবো। এত কষ্ট করে ভোট দিতে যেতে আর ভালো লাগে না। তবে হ্যাঁ দাদা, ভোটটা দিনেই করবেন কিন্তু, রাতে ভোট হলে আবার ছুটি মিস হয়ে যাবে।


